Breaking: ভবানীপুর কেন্দ্র থেকে পদত্যাগ করছেন শোভন

Breaking: ভবানীপুর কেন্দ্র থেকে পদত্যাগ করছেন শোভন

7be77aa6f343d0170d66964a7272946f

কলকাতা: সদ্য সমাপ্ত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভন দেব চট্টোপাধ্যায়। বিধায়ক হওয়ার পর রাজ্যের মন্ত্রী হয়েছিলেন তিনি। কিন্তু ভবানীপুরের বিধায়ক তথা কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় পদত্যাগ করতে পারেন। আজই বিধানসভায় গিয়ে অধ্যক্ষের কাছে পদত্যাগপত্র পেশ করার সম্ভাবনা তাঁর। তৃণমূল সূত্রে খবর, এই আসন থেকে উপনির্বাচনে লড়তে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিধানসভা নির্বাচনে মমতা নন্দীগ্রামে প্রার্থী হওয়ায় ভবানীপুর থেকে লড়েন শোভনদেব। বিজেপি-র অভিনেতা প্রার্থী রুদ্রনীল ঘোষকে পরাজিত করেন তিনি। 

এবারের বিধানসভা নির্বাচনের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রাম থেকে লড়াই করার জন্য ভবানীপুর কেন্দ্রে প্রার্থী বদল হয়েছিল এবং সেখানে লড়াই করেন শোভন দেব চট্টোপাধ্যায়। তবে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হওয়ার পর প্রায় সবাই ভেবেছিলেন যে তিনি ফের ভবানীপুর কেন্দ্র থেকেই উপনির্বাচন লড়তে পারেন। যদিও খড়দহের তৃণমূল কংগ্রেস বিজয়ী প্রার্থী কাজল সিনহার মৃত্যুর পর অনেকের ধারণা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো সেখান থেকে লড়বেন। কিন্তু অমিত মিত্র অর্থমন্ত্রী হওয়ায় তাঁকে কোন এক কেন্দ্র থেকে বিধায়ক হয়ে আসতে হবে। এই প্রেক্ষিতে ব্যাপারটা কার্যত পরিষ্কার হয়ে গিয়েছিল যে খড়দহে কেন্দ্রে হয়তো লড়বেন অমিত মিত্র এবং ভবানীপুরে লড়তে পারে মমতা বন্দ্যোপাধ্যায়। আদতে ব্যাপারটা হয়তো সেই দিকেই যাচ্ছে।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *