আগামী ২০ বছরের জনসংখ্যার নিরিখে কৃষি নীতির ভাবনা! দায়িত্ব নিয়েই বললেন শোভন

আগামী ২০ বছরের জনসংখ্যার নিরিখে কৃষি নীতির ভাবনা! দায়িত্ব নিয়েই বললেন শোভন

কলকাতা: চাষিরা ফসলের যাতে ন্যায্য দাম পায় তার জন্য যা যা পদক্ষেপ করার তা করা হবে। কৃষি দফতরের দায়িত্ব নিয়েই জানালেন কৃষি মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। পাশাপাশি, আগামী কুড়ি বছরের জনসংখ্যার বৃদ্ধির উপর সামঞ্জস্য রেখে আগামী কৃষি নীতি কি হতে পারে সেই ব্যাপারে এখন থেকেই ভাবনা চিন্তা করছে কৃষি দফতর, এমনটাই জানালেন শোভন দেব চট্টোপাধ্যায়। আগামী কুড়ি বছরের রাজ্যে জনসংখ্যা কত হবে সেই নিরিখে এক বিশেষ কৃষি নীতি করতে চলেছে রাজ্য সরকার। আজ নবান্নের কৃষি মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। তারপরেই এই সিদ্ধান্তের কথা জানা যায়।

 

উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করে কৃষি মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় আলোচনা করেন, এই রাজ্যে যে সমস্ত ফসলের উৎপাদন হয় তাদের মধ্যে অনেক ফসল প্রয়োজনের অথবা চাহিদার তুলনায় অনেক বেশী উৎপাদন হয়। সেই প্রেক্ষিতে অতিরিক্ত ফসল কিভাবে কাজে লাগানো সম্ভব হবে সেই আলোচনা করা হয় এই বৈঠকে। অতিরিক্ত ফসল রপ্তানি করা সম্ভব হবে কিনা সেই নিয়েও আলোচনা হয় এবং এই প্রেক্ষিতেই একটি নতুন কৃষি নীতি তৈরি করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। এই নতুন কৃষিনীতি তৈরীর প্রেক্ষাপট হবে আগামী কুড়ি বছরের জনসংখ্যা। সেই জনসংখ্যা অনুযায়ী নয়া কৃষি নীতির ভাবনা নিচ্ছে রাজ্য সরকার। জনসংখ্যা অনুযায়ী ফসলের চাহিদা কত হবে সেই হিসেবেই তৈরি হবে নয়া রুপরেখা। প্রয়োজনে বাড়তি ফসল রপ্তানি করা হবে বলেও ভাবনা চিন্তা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + eleven =