বারাসত: কয়েক রাউন্ড গণনার পর দ্বিতীয় স্থানে উঠে এসেছিলেন বাম প্রার্থী৷ একটা সময় মনে করা হচ্ছিল, তবে কি খড়দহে প্রধান প্রতিদ্বন্দী হিসেবে আত্মপ্রকাশ ঘটতে চলেছে সিপিএমের৷ নাহ, দিনের শেষে অবশ্য দ্বিতীয় নয়, তৃতীয় স্থানেই থেকে গেল বামেরা৷ যদিও এদিন শুরু থেকেই এই কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল বিজেপি-সিপিএম-এর। অনেকেই মনে করছিলেন অঘটন ঘটলে তৃতীয় স্থানেও চলে যেতে পারে বিজেপি। দ্বিতীয় স্থানাধিকারী হিসেবে উঠে আসতে পারে সিপিআইএম। তবে দিনের শেষে অবশ্য তা হয়নি৷
স্বাভাবিকভাবেই যা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বর্ষীয়ান তৃণমূল নেতা তথা খড়দহ কেন্দ্রের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়৷ বললেন, ‘‘বামেরা রাজনৈতিকভাবে দ্বিধাগ্রস্ত তাই বামেরা ক্রমেই নিজের পায়ের তলার মাটি হারিয়ে ফেলছে। বামেরা কোন রাস্তায় এগোবে সেটাই বুঝে উঠতে পারছে না। কোন নীতি নিয়ে ওরা চলবে সেই বিষয়ে ওনাদের কোন স্পষ্ট ধারনা নেই । ওপর দিকে কংগ্রেসের নেতৃত্ব ঠিক তাই তারা ভুল পথে চলছে না।”
যদিও খড়দহের সিপিআইএম প্রার্থী দেবজ্যোতি দাস এদিন বলেন, “দ্বিতীয় বা তৃতীয় যাই হই না কেন ভোটের শতাংশ হিসেবে আমরা আগের থেকে বেশি পেয়েছি৷ অর্থাৎ মানুষের সমর্থন আমরা আবার ফিরে পাচ্ছি৷’’ প্রসঙ্গত, খড়দহ আসন থেকে এবারে ৯৩ হাজারেরও বেশি ভোটে জয়ী হয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়৷ সেই প্রসঙ্গ টেনে সিপিএম প্রার্থী বলেন, ‘‘তৃণমূল যে পরিমাণ ভোট পাচ্ছে হয়তো তৃণমূলেও জানে না কত তাদের ভোটার। এটা খারাপের ইঙ্গিত নয়তো!’’ একই সঙ্গে বলেছেন, ‘‘আমরা হারি বা জিতি আমরা কিন্তু ঠাণ্ডাঘরে নয়, রাস্তায় মানুষের পাশে সারা বছরই থাকি৷’’