অভিমান ভুলে অমিত শাহের সঙ্গে বৈঠক শোভন-বৈশাখীর, নতুন পথ চলার ইঙ্গিত

অভিমান ভুলে অমিত শাহের সঙ্গে বৈঠক শোভন-বৈশাখীর, নতুন পথ চলার ইঙ্গিত

কলকাতা: বছর ঘুরতেই রাজ্যে বিধানসভা নির্বাচন৷ বাড়তে শুরু করেছে প্রচারের ঝাঁঝ৷ তৃণমূল সরকারকে কড়া বার্তা দেওয়ার পাশাপাশি নিজের ঘর গোছাতে দু’দিনের বঙ্গ সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ তাঁর এই সফরের মাঝেই বৃহস্পতিবার রাতে ওয়েস্টিন হোটেলে গিয়ে অমিত শাহের সঙ্গে দেখা করলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়৷ 

আরও পড়ুন- ৭,২২৭ শূন্যপদে ক্লার্কশিপ মেইন পরীক্ষার দিন ঘোষণা PSC-র

প্রায় দেড় বছর আগে ঘাসফুল ছেড়ে পদ্মশিবিরে যোগ দিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়৷ কিন্তু এর পর থেকে চলছিল মান অভিনামের পালা৷ অবশেষে সেই অভিমান ভুলে অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন শোভন-বৈশাখী৷ প্রায় আধ ঘণ্টা চলে তাঁদের এই বৈঠক৷ তবে এই সাক্ষাৎ ছিল শাহের কর্মসূচির বাইরেই৷ এই বৈঠকের পর তবে কি ফের বিজেপি’তে সক্রিয় হয়ে উঠবেন শোভন? রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে গুঞ্জন৷ এদিকে বৈঠকের পরেই একটি ফেসবুক পোস্টে বৈশাখী বলেন, ‘‘এই বৈঠকের পর রাজ্য রাজনীতির নতুন দরজা খুলতে চলেছে৷’’  

কিছু দিন আগেও বিজেপি নেতৃত্বের উপর গোঁসা করেই ছিলেন শোভন৷ এড়িয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে  অমিত শাহ, জেপি নাড্ডাদের একাধিক কর্মসূচি৷ তাঁকে দেখা যায়নি দলীয় কর্মসচিতেও৷ বিজেপিতে থাকলেও, বেড়েছিল দূরত্ব৷ তাই শোভন আবার পুরনো শিবিরে ফিরবেন কিনা, তা নিয়ে শুরু হয়েছিল জল্পনা৷ গত বছর আবার নিজে মুখ্যমন্ত্রীর বাড়ি গিয়ে ভাইফোঁটা নিয়ে এসেছিলেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র৷ তবে এবারে ঘটল একবারে উলটপুরাণ৷ নিজে গিয়ে দেখা করলেন অমিত শাহের সঙ্গে৷ সঙ্গে ছিলেন বৈশাখীও৷ এই বৈঠককে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল৷ 

আরও পড়ুন- কনস্টেবল পদে নিয়োগ দুর্নীতি, প্রতিবাদে সামিল চাকরিপ্রার্থীদের ফের পুলিশি হেনস্থা

এদিনের বৈঠকের পর ফেসবুক পোস্টে বৈশাখী জানান, প্রায় আধঘণ্টা বৈঠকে রাজনৈতিক বিষয়ে নিজেদের মতামত ব্যক্ত করেছেন অমিত শাহ এবং শোভন চট্টোপাধ্যয়৷ এই বৈঠকের পর রাজ্য রাজনীতির নতুন দরজা খুলে যাবে বলেই আমরা আশাবাদী৷ পাশাপাশি এই বৈঠকের জন্য তিনি ধন্যবাদ জানান, বিএল সন্তোষ, অরবিন্দ মেনন, শিবপ্রকাশ, কৈলাশ বিজয়বর্গীয়কে৷ এক সময় তৃণমূলের দাপুটে নেতা ছিলেন শোভন চট্টোপাধ্যায়৷ কলকাতা পুরসভার মেয়র পদে দায়িত্ব সামলানোর পাশাপাশি দক্ষিণ ২৪ পরগণার তৃণমূল সভাপতিও ছিলেন তিনি৷ তাঁর এই অভিজ্ঞতাকেই এবার কাজে লাগাবে বিজেপি৷ 

এদিকে, আজ সফরের দ্বিতীয় দিনে সকালেই দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেন অমিত শাহ৷ মধ্যাহ্ন ভোজ সারবেন একটি মতুয়া পরিবারে৷ এর পর রয়েছে সাংগঠনিক বৈঠক৷ গতকাল বাঁকুড়ার জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে উপড়ে ফেলার ডাক দিয়েছিলেন তিনি৷ বলেছিলেন, ‘‘রাজ্যে মৃত্যু ঘণ্টা বেজে গিয়েছে মমতা সরকারের৷’’
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × one =