কলকাতা: শোভন চট্টোপাধ্যায়কে বিজেপি কলকাতা পুর নির্বাচনে চায় না তা নয়। কিন্তু, সমস্যা বৈশাখী বন্দ্যোপাধ্যায়। বিজেপি সূত্রে খবর, শোভনবাবুর ঘনিষ্ট এই বান্ধবী বিজেপি এবং তাঁর মাঝে দাঁড়িয়ে রয়েছেন।
বিজেপিতে সম্মান শোভন চট্টোপাধ্যায় সম্মান পাননি এমন নয়। বিজেপির কেন্দ্রীয় পার্টি কলকাতার প্রাক্তন মেয়রের রাজনৈতিক কেরিয়ার দেখে উচ্ছাসিত হয়েছে। কিন্তু, শোভনকে সদরে আমন্ত্রণ জানালেও বারবার 'বৈশাখী মোড়ে' আসে ট্রাফিক জ্যামে বিজেপির রথের চাকা আটকে গিয়েছে।
শুক্রবারই রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ শোভনের সম্পর্কে সদর্থক মন্তব্য করেছেন। দক্ষিণ কলকাতায় কোন বিজেপি সমর্থকরা শোভনবাবুকে সঙ্গে চেয়ে পোস্টার দিয়েছেন তা দিলীপ ঘোষ জানেন না। কিন্তু, দিলীপ জানিয়েছেন, পার্টি শোভনের সঙ্গে যোগাযোগ রেখেছে। তিনি বিজেপিতে। অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি সিদ্ধান্ত নেবেন।
শোভন চট্টোপাধ্যায়কে এই পুরভোটের বাজারে দলে চায় বিজেপির শীর্ষ নেতৃত্বও। এটা ঠিক যে কলকাতা পুরসভার নির্বাচনের দিকে তাকিয়েই শোভনকে দলে নেওয়া হয়েছিল। উৎসাহী ছিলেন শোভনও। কিন্তু, শোভনের বিশিষ্ট বন্ধু বৈশাখী বন্দ্যোপাধ্যায়, যিনি শোভনের সঙ্গেই বিজেপিতে এসেছিলেন, তিনি খুশি নন। বিজেপি সূত্রে খবর, বৈশাখকে বাড়তি গুরুত্ব দিতে রাজি হয়নি গেরুয়া শিবির। অখুশি বৈশাখী বিভিন্ন কারণে দল ছাড়েন। অন্যতম কারণ ছিল, কিছু বিজেপি নেতার কুকথা।
এরপর শোভন ও দলের সঙ্গে দূরত্ব বাড়ান। মাঝে কালীঘাটে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে ভাইফোঁটা নিতে যান। কিন্তু, তার মাঝে শোভনকে বিজেপির তরফে বার্তা দেওয়ার চেষ্টা হয়, যে পুর নির্বাচনে তিনি পুরোভাগে উঠে আসুন। তবে তা কতটা সম্ভব তা অনেকেই জানেন না। কারণ, গাড়ি বৈশাখী মোড়ে আটকে আছে।