সম্পর্কের মর্যাদা দিতে চান! স্থাবর-অস্থাবর সব সম্পত্তি বৈশাখীকে লিখে দিলেন শোভন

সম্পর্কের মর্যাদা দিতে চান! স্থাবর-অস্থাবর সব সম্পত্তি বৈশাখীকে লিখে দিলেন শোভন

কলকাতা: বৈশাখী বন্দ্যোপাধ্যায় ফেসবুক প্রোফাইলের নাম পরিবর্তন করার পর থেকেই নতুন জল্পনা সৃষ্টি হয়েছে। এর পরে আবার সম্পত্তি নিয়ে টানাপোড়েন শুরু হয়েছে শোভন চট্টোপাধ্যায়ের। ঠিক এরই মধ্যে নিজের স্থাপন এবং অস্থাবর সম্পত্তি বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের নামে লিখে দিলেন তিনি! এমনটা স্বয়ং ঘোষণা করেছেন কলকাতার প্রাক্তন মেয়র। 

জানা গিয়েছে, শোভন চট্টোপাধ্যায় দাবি করেছেন যে তাঁর অবর্তমানে বৈশাখী বন্দ্যোপাধ্যায় স্থাবর-অস্থাবর সম্পত্তি সব পাবেন। শুধু তাই নয়, এখন থেকে তাঁর সমস্ত কিছুর অধিকার বৈশাখীর। শোভন জানিয়েছেন যে তাঁর সব থেকে খারাপ সময় বৈশাখী তাঁর পাশে ছিল তাই এখন থেকেই তাঁকে সবকিছু লিখে দিয়েছেন তিনি। এদিকে, আজ সকালেই বদলে গিয়েছে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক প্রোফাইলের নাম৷ ‘বন্ধু’র নাম জুড়ে সেটা হয়েছে বৈশাখী শোভন বন্দ্যোপাধ্যায়৷ সঙ্গে ক্যাপশন ‘The journey from Me to We begins…’ যার মানে দাঁড়ায়, ‘আমি থেকে আমরা হয়ে পথ চলা শুরু৷’ শুধু নামই বদলাননি বৈশাখী৷ বদলে গিয়েছে তাঁর প্রোফাইলের ছবিও৷ যেখানে বন্ধু শোভন আর তিনি একে অপরের দিকে তাকিয়ে রয়েছেন হাসিমুখে৷ সোশ্যাল মিডিয়ায় বৈশাখীর এই আপডেট দেখার পরেই প্রশ্ন উঠেছে, তবে কি নিজেদের সম্পর্ককে নতুন পরিচয় দিতে চলেছেন শোভন-বৈশাখী? যদিও রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে এখনও আইনি বিচ্ছেদ হয়নি তাঁর৷ শোভন-বৈশাখীকে নিয়ে বাঙালির কৌতুহলেরও অভাব নেই৷

অন্যদিকে আবার শোভন চট্টোপাধ্যায়কে ফের উচ্ছেদ নোটিশ পাঠিয়েছেন শ্যালক শুভাশিস দাস৷ ৭ দিনের মধ্যে গোলপার্কের ফ্ল্যাট খালি করে দিতে বলে নোটিশ পাঠানো হয়েছে৷  আইনজীবীর মাধ্যমে এই নোটিশ পাঠানো হয়েছে৷ ২০১৭-র জুলাই মাস থেকেই গোলপার্কের এই ফ্ল্যাটেই বান্ধবী বৈশালী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে থাকেন শোভনবাবু৷ প্রসঙ্গত, এর আগেও ফ্ল্যাট খালি করতে বলে শোভন চট্টোপাধ্যায়কে নোটিশ পাঠানো হয়েছিল৷ প্রতিহিংসা চরিতার্থ করতেই ফ্ল্যাট খালি করার নোটিশ পাঠানো হয়েছে বলে পাল্টা অভিযোগ করেছিলেন তিনি৷ আইনি ভাবে এর জবাব দেবেন বলেও জানান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 2 =