রায়দিঘি: টোটো কেলেঙ্কারি নিয়ে কার্যত নাম খারাপ হয়ে রয়েছে তৃণমূল নেত্রী দেবশ্রী রায়ের। সেই ইস্যু নিয়ে এবার তাঁকে আক্রমণ করলেন তার একদা ‘বন্ধু’ শোভন চট্টোপাধ্যায়। রায়দিঘি তে গিয়ে শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় দেবশ্রীর উদ্দেশ্যে বললেন, তাঁকে জেতানো ভুল হয়েছিল। জেতানোর জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন শোভন! তবে তাঁদের মন্তব্যের পাল্টা দিয়েছেন দেবশ্রী রায়ও।
এ দিন রায়দিঘিতে গিয়ে শোভন চট্টোপাধ্যায় বলেন, তৃণমূল বিধায়ক দেবশ্রী রায়কে জেতানো ভুল হয়েছিল। টোটো দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। পাশাপাশি তিনি এও জানান, এখন তাঁকে সিনেমাকেও দেখা যায় না আবার রাজনীতিতেও দেখা যায় না! এই মন্তব্য করে দেবশ্রী রায়কে চরম কটাক্ষ করেন শোভন। এই মন্তব্যের অবশ্য পাল্টা দিয়েছেন খোদ তৃণমূল বিধায়ক দেবশ্রী। তিনি জানান, সিনেমা করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। এই ব্যাপারে কেউ মন্তব্য করুক সেটা তিনি কখনোই চান না। ভবিষ্যতে তিনি সিনেমা করবেন কি করবেন না সেটাও তাঁর সিদ্ধান্ত হবে।
এদিকে শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও দেবশ্রী রায়কে আক্রমণ করেছেন। তিনি জানিয়েছেন, টোটো কেলেঙ্কারিতে টাকা নেওয়ার অভিযোগ কার্যত স্বীকার করে নিয়েছিলেন দেবশ্রী রায়। তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন তাঁর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেননি এই বিষয়ে প্রশ্ন তুলেছেন তিনি। আমফান প্রসঙ্গ টেনে বৈশাখী বলেন, আমফান বিধ্বস্ত হয়ে গিয়েছিল এলাকা। সে সময় বামফ্রন্টের এক বরিষ্ঠ নেতা মানুষের যখন পাশে দাঁড়াচ্ছেন, তখন উনি দেশপ্রিয় মোড়ে দাঁড়িয়ে গান গাইছেন। উল্লেখ্য, ২০১৯ সালে লোকসভা নির্বাচনের পর শোভন চট্টোপাধ্যায়ের বিজেপিতে যোগদানের দিন দিল্লিতে তাদের সদর দফতরে দেবশ্রীর উপস্থিতি ঘিরে তোলপাড় পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে। দেবশ্রীও সে দলে যোগ দেবেন বলে তুমুল চর্চা শুরু হয়। অবশেষে তা হয়নি। বাধা দেন খোদ শোভন-বৈশাখী।