কলকাতা: করোনা বিধি শিকেয় তুলে শ্রীভূমি স্পোর্টিং-এর বুর্জ খালিফা দেখতে উপচে পড়েছে মানুষের ভিড়৷ যার জেরে বিতর্কের মুখে পড়েছে মন্ত্রী সুজিত বসুর এই পুজো৷ শুধু তাই নয়, মণ্ডপের আলোর ঝলকে সমস্যা তৈরি হয়েছে বিমান ওঠা-নামা নিয়েও৷ এ নিয়ে অভিযোগ দায়ের হতেই নিভে যায় মণ্ডপের আলো৷ আর আলো নেভার ঠিক পরেই জুটি বেঁধে বুর্জ খালিফা দেখতে পৌঁছন শোভন-বৈশাখী৷
আরও পড়ুন- বাংলার শতাধিক কমিটি পেল ‘বিশ্ব বাংলা শারদ সম্মান’
বান্ধবীকে সঙ্গে নিয়েই মন্ত্রীর পুজো দেখতে পৌঁছন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র৷ এদিনও তাঁরা ধরা দিয়েছেন রং মিলিয়ে৷ জুটি বেঁধে ঘুরে দেখলেন মরু দেশের বুর্জ খালিফার আদলে তৈরি মণ্ডপ৷ মণ্ডপের কারুকার্য দেখে প্রশংসার পঞ্চমুখ উভয়েই৷ শোভন বলেন, দুবাইয়ের সবচেয়ে উচুঁ বাড়ি কলকাতায় নিয়ে এসেছেন সুজিত৷ সারা বিশ্বের আকর্ষণকে এভাবে কলকাতায় নিয়ে আসা নিশ্চিত ভাবেই প্রশংসনীয়৷ আবার বুর্জ খালিফা দর্শনের পর বৈশাখীর বক্তব্য, “অনেক পুজো নিয়েই গিমিক থাকে৷ অনেক সময় মিডিয়াও একটা ক্রেজ তৈরি করে৷ তবে এই মণ্ডপ দেখে বলতে পারি মানুষের এক্সপেক্টেশন কানায় কানায় পূর্ণ। যেমন সুন্দর মণ্ডপ, তেমনই সুন্দর মাতৃ প্রতিমা। মন ভরে গিয়েছে।”
বুর্জ খালিফা দেখে বৈশাখী এতটাই মুগ্ধ যে, দু’ কলি গেয়েই ফেললেন ‘বাজল তোমার আলোর বেণু’ ৷ সপ্তমীর আনন্দে এভাবেই ভাসলেন শোভন-বৈশাখী জুটি৷ তবে পুজো শুরুর আগে থেকেই বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে ধরা দিচ্ছেন তাঁরা৷ শুধু তাই নয়, ‘পুজোর সেরা জুটি’ তকমাও ছিনিয়ে নেওয়ার মুখে শোভন-বৈশাখী। কখনও তাঁরা প্রিন্সেপ ঘাটে প্রেম করছেন, কখনও আবার ভিক্টোরিয়ার সামনে ঘোড়ার গাড়িতে চড়ছেন। কখনও আবার বলিউডের গানে নাচ করছেন। শোভন-বৈশাখী ডুবে রয়েছেন একে অপরের বাহুডোরে৷ এবারে তাঁদের দেখা গেল মণ্ডপে৷