souvik bhattacharya
কলকাতা: নিয়োগ কাণ্ডে গ্রেফতার মানিক ভট্টাচার্যের পুত্র শৌভিক সম্পর্কেও বিস্ফোরক দাবি করেছে ইডি। তাঁকেও গ্রেফতারের পর একাধিক তথ্যের উল্লেখ করেছে কেন্দ্রীয় সংস্থা। এদিকে মানিক পুত্র একাধিকবার জামিনের আবেদন করলেও তিনি তা পাননি। কলকাতা হাইকোর্ট থেকে স্বস্তি না মেলায় এবার সুপ্রিম কোর্টে জামিনের আবেদন মানিকপুত্রের। শীর্ষ আদালতের বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে জামিনের আবেদন করা হয়েছে।
ইডির দাবি, দুর্নীতির সরাসরি সুবিধাভোগী মানিক ভট্টাচার্যের পুত্র। শুধু তাই নয়, স্কুল ও ক্লাবের মাধ্যমে নিয়োগ দুর্নীতির টাকা পাচার করেছেন। এমনকি তাঁর অ্যাকাউন্টের মাধ্যমে ২ কোটিরও বেশি টাকা পাচার করা হয়েছে। কিন্তু সুপ্রিম কোর্টে শৌভিকের আইনজীবীর জামিনের আবেদন করে দাবি, গ্রেফতার না করেই জেলে পাঠানো হয়েছে তাঁর মক্কেলকে। এই প্রেক্ষিতে বিচারপতি শৌভিকের বাবা ও মায়ের বর্তমান পরিস্থিতি জানতে চান। আইনজীবী জানান, বাবা এখনও জেলবন্দি, তবে মা জামিনে মুক্ত।
মনে রাখতে হবে, প্রথমে নিয়োগ কাণ্ডে মানিক ভট্টাচার্যকে গ্রেফতারের পর তাঁর স্ত্রী এবং পুত্রকে গ্রেফতার করেছিল ইডি। কিন্তু বরাবর শৌভিকের আইনজীবীর দাবি ছিল, অযথা তাঁর মক্কেলকে হেফাজতে রাখা হয়েছে। কিন্তু ইডির জানিয়েছিল, অযথা নয়। এই দুর্নীতিটা কী হয়েছে তা দেখতে হবে। তারা জানায়, যে টাকা উদ্ধার হয়েছে সেটা বাদে আর কী কী পথে টাকা লেনদেন হয়েছে সেটা দেখা হচ্ছে।