ফের বাংলার আকাশে কালো মেঘের ঘনঘটা, প্রভাব এবার দু’বঙ্গে

ফের বাংলার আকাশে কালো মেঘের ঘনঘটা, প্রভাব এবার দু’বঙ্গে

 

কলকাতা: প্রাক বর্ষার বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে৷ কিন্তু, প্রাক বর্ষার বৃষ্টি শুরু হলেও গরমে নাজেহাল জনতা৷ সাধারণ জনতা ও কৃষিজীবী মানুষকে স্বস্তি দিয়ে ফের বাংলার আকাশ দখল নিতে চলেছে  কালো মেঘ৷ বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের হাত ধরে অতিসক্রিয় হয়ে বাংলায় ঢুকতে চলেছে বর্ষা৷

হাওয়া অফিস সূত্রে খবর, ইতিমধ্যেই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ঢুকে পড়েছে মায়ানমারে৷ আর তার জেরে বাংলার আকাশে এবার কালো মেঘের জমতে শুরু করবে৷ সব কিছু ঠিকঠাক থাকলে আগামী দু’দিনের মধ্যে রাজ্যে ঢুকে যেতে পারে বর্ষা৷ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু মায়ানমারে উত্তর-পূর্বহয়ে বাংলায়ল ঢুকবে৷

হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ইতিমধ্যেই বঙ্গোপসাগরের অধিকাংশ এলাকা নিজেদের দখলে নিয়ে রেখেছে৷ আশা করা যাচ্ছে, আগামী ৪৮ ঘণ্টার ব্যবধানে মায়ানমা হয়ে উত্তরবঙ্গের তা প্রবেশ করবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু৷ তবে উত্তরবঙ্গে বর্ষা ঢোকার ক্ষেত্রে দু’এক দিন দেরি হলেও দক্ষিণবঙ্গে নির্ধারিত দিনে ১১ জুনের মধ্যে ঢুকে যেতে পারে৷ আজ উত্তরবঙ্গে বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ আগামীকাল গোটা উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে৷  শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে মিলেছে পূর্বাভাস৷

জানা গিয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এখন এতটাই সক্রিয় হয়ে রয়েছে, উত্তরবঙ্গের দিকে অগ্রসর হওয়ার পাশাপাশি বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের হাত ধরে দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও তার প্রভাব বাড়াতে পারে৷ দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে৷ তবে বাংলার বুকে পাকাপাকিভাবে বর্ষার আগমন এখন আর কয়েক ঘণ্টার অপেক্ষা মাত্র, বলছে হাওয়া অফিসের পূর্বাভাস৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *