সাউথপয়েন্ট স্কুলে ১০ কোটি টাকা তহবিল তছরুপ, ধৃত ট্রাস্টি বোর্ডের সদস্য

সাউথপয়েন্ট স্কুলে ১০ কোটি টাকা তহবিল তছরুপ, ধৃত ট্রাস্টি বোর্ডের সদস্য

south point school

কলকাতা: ১০ কোটি টাকা তছরুপের অভিযোগে গ্রেফতার সাউথ পয়েন্ট স্কুলের ট্রাস্টি বোর্ডের সদস্য কৃষ্ণ ধামানি। বৃহস্পতিবার গ্রেফতার করা হয় তাঁকে৷ শুক্রবারই আদালতে তোলা হবে তাঁকে।  

 

দক্ষিণ কলকাতার একটি নামী ইংরেজি মাধ্যম স্কুল সাউথ পয়েন্ট। শহর ও শহরতলীর বহু ছাত্র এই স্কুলে পড়তে আসে৷ সেই স্কুলেরই তহবিল থেকে ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে হইচই পড়েছে৷ 

অভিযোগ, গত তিন বছর ধরে দফায় দফায় স্কুলের তহবিল খালি করেছে সাউথ পয়েন্টের ট্রাস্টি বোর্ডের সদস্য কৃষ্ণ ধামিনী।  টাকা লোপাটের অভিযোগে হেয়ার স্ট্রিট থানায় এফআইআর দায়ের করা হয়৷ ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বৃহস্পতিবার গড়িয়াহাট থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। আরএন মুখার্জি রোডের অফিস থেকে কৃষ্ণ ধামিনীকে গ্রেফতার করে পুলিশ । 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 12 =