দুর্যোগ কেটে গেলেও এখনও জলের তলায় দক্ষিণ দমদম

দুর্যোগ কেটে গেলেও এখনও জলের তলায় দক্ষিণ দমদম

b506a0e8dc056ff807955d13f09e11a2

 

দমদম: নিম্নচাপের ভ্রুকুটি 24 ঘন্টা কেটে গেলেও এখনো জলের তলায় দক্ষিণ দমদম পৌরসভার লেকটাউন থানার অন্তর্গত দমদম পার্ক এলাকা। যার কারণে দুর্ভোগে এলাকার সাধারণ মানুষ।

জমে থাকা বের করতে বুধবার দমকল ও জরুরি পরিষেবা দপ্তরের মন্ত্রী সুজিত ঘোষ এর নেতৃত্বে দমদম পার্কে  বৈঠক করা হয় এই বৈঠকে উপস্থিত ছিলেন বিধান নগরের এস ডি ও বিশ্বজিৎ পান্ডা সেচ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার  দক্ষিন দমদম পুরসভার বিভিন্ন আধিকারিক লেকটাউন থানার ভারপ্রাপ্ত আধিকারিক নন্দদুলাল ঘোষ সহ দমকল সিভিল ডিফেন্স এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট এর কর্মী ও অফিসার ও স্থানীয় কো-অর্ডিনেটররা।

বৈঠক শেষে মন্ত্রী সুজিত বসু জানান যে দমদম পার্কের জমা জল বের করার জন্য ইতিমধ্যেই দমকল দপ্তর এর তরফ থেকে দুটো পাম্প লাগানো হয়েছে। এই পাম্পের সাহায্যে জমা জল ফেলা হচ্ছে বাগজোলা খালে এবং যে সমস্ত জায়গা থেকে জল ঢুকছে সেখানে বালির বস্তা দিয়ে আটকানো হবে। তিনি আরো জানান, লোয়ার  বাগজোলা ও আপার বাগজোলা শীতের সময় ড্রেজিং করা হবে। এই মুহূর্তে ভাগ কুলটি গেটে বাগজোলা খাল থেকে চৌদ্দশ কিউসেক জল পড়ে। সরকারের পরিকল্পনা আছে যে সেটাকে সাড়ে চার হাজার কিউসেক জল ফেলার এর জন্য শেষ দপ্তরের প্রধান সচিব ও চিফ ইঞ্জিনিয়ার এর সঙ্গে কথা হয়েছে। এছাড়া এলাকার বাসিন্দাদের জল ও খাবার দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলেও মন্ত্রী জানান। মন্ত্রীর কথায়, প্রকৃতির মারের কাছে তো কেউ নেই। তাছাড়া এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ হলে কারও কিছু করার থাকে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *