রাজ্যসভার সাংসদ হচ্ছেন সৌরভ? দিলীপের মন্তব্যে জল্পনা তুঙ্গে

রাজ্যসভার সাংসদ হচ্ছেন সৌরভ? দিলীপের মন্তব্যে জল্পনা তুঙ্গে

কলকাতা: বিধানসভা ভোটের আগে জল্পনার অলিন্দে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়৷ অনেকেই ভেবেছিলেন গেরুয়া শিবিরের হয়ে ভোট ময়দানে নামবেন তিনি৷ খেলাটা হবে দিদি বনাম দাদা৷ কিন্তু তা হয়নি৷ রাজনীতি নিয়ে ‘রা’ কাড়েননি সৌরভ৷ এর পর রাজনীতির আঙিনা দিয়ে অনেক জল গড়িয়েছে৷ গতকাল বেহালার বাড়িতে মহারাজকে শুভেচ্ছা জানাতে পৌঁছে গিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী৷ হলুদ ফুলের শুভেচ্ছায় পুরনো ছবি বদলে হয়েছে দিদি এবং দাদা৷ এর পরেই জোড় গুঞ্জন নতুন ইনিংস শুরু করতে চলেছেন সৌরভ৷ রাজ্যসভার সাংসদ হচ্ছেন মহারাজ৷ 

আরও পড়ুন- জাল ভ্যাকসিনকাণ্ডে তদন্ত শুরু ইডির, মোট ৬ টি ECIR দায়ের

গতকাল ৪৯-এ পা দিলেন দাদা৷ তাঁকে শুভেচ্ছা জানাতে বেহালার বাড়িতে পৌঁছন মুখ্যমন্ত্রী৷ এ পরেই প্রশ্ন উঠেছে এই সাক্ষাৎ কি নেহাতই সৌজন্যমূলক? নাকি রাজনৈতির ইনিংসের সূত্রপাত? এ প্রসঙ্গে মুখ খুলেছেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ সৌরভের সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ প্রসঙ্গে তিনি বলেন, ‘সৌরভ গঙ্গোপাধ্যায় রাজ্যসভার সাংসদ হলে আমাদের কোনও আপত্তি নেই। মুখ্যমন্ত্রী যতই বলুন শুভেচ্ছা বার্তা নিয়ে সৌরভের বাড়িতে গিয়েছে৷  আমরা জানি রাজনীতির বাইরে নেতা-নেত্রীরা এক পা’ও রাখতে পারেন না।’’ দিলীপ ঘোষের এই মন্তব্য সৌরভের রাজনীতিতে পদার্পনের গুঞ্জনকে আরও জোড়াল করেছে৷ 

ভোটের আগে সৌরভের বিজেপি যোগের জল্পনা জোড়াল হলেও, সেই সময় বাম জমানার প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য তাতে জল ঢেলেছিলেন৷ সৌরভও ছিলেন নিশ্চুপ৷ তবে এবার তাঁর রাজ্যসভায় পদার্পনের পথ প্রশস্থ হল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল৷ কারণ দীনেশ ত্রিবেদী ও মানস ভুঁইয়ার ছেড়ে আসা দুটি আসনই ফাঁকা রয়েছে৷ তবে কি রাজ্যসভায় যাওয়ার প্রস্তাব নিয়েই গতকাল মহারাজের বাড়ি গিয়েছিলেন মুখ্যমন্ত্রী? তাছাড়া ২০২৪-এর আগে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো মুখকে আনতে পারলে লাভ হবে তৃণমূলেরই৷ যদিও এ বিষয়ে কোনও মন্তব্য করেনি শাসক দল৷ বরং গোটাটাই বলেছেন সৌজন্য সাক্ষাৎ৷ 

আরও পড়ুন- বিজেপি রাজ্য থেকে বেশি মন্ত্রী! হিসেব করে দেখালেন ডেরেক

প্রসঙ্গত, দাদার সঙ্গে দিদির সম্পর্ক বেশ মধুর৷ এর আগে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার সময়েও মহারাজকে দেখতে গিয়েছিলেন মমতা৷ খোঁজ নিয়েছিলেন ফোন করেও৷ গতকাল জন্মদিনের উপহার নিয়ে দেখা করলেন মহারাজের সঙ্গে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *