চিকুনগুনিয়ায় আক্রান্ত সৌরভ-পত্নী, আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হল ডোনাকে

চিকুনগুনিয়ায় আক্রান্ত সৌরভ-পত্নী, আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হল ডোনাকে

কলকাতা:  পুজোর মধ্যেই অসুস্থ প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়। চিকুনগুনিয়ায় আক্রান্ত সৌরভ-জায়া৷ কলকাতার আলিপুরে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে৷

আরও পড়ুন- সবাই যেন মিষ্টি থাকে, বিজয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরেই জ্বরে ভুগছিলেন নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। সঙ্গে সর্দি ও গলা ব্যথা৷ শরীরে ব়্যাশও দেখা যাচ্ছিল৷ চিকিৎসকের পরামর্শ নেয় গঙ্গোপাধ্যায় পরিবার। পরীক্ষা করলে জানা যায় তিনি বিসিসিআই সভাপতির স্ত্রী চিকুনগুনিয়ায় আক্রান্ত৷ নবমীর রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এখন অবশ্য তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলেই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ৷ চিকিৎসক সপ্তর্ষি বসুর তত্ত্বাবধানে রয়েছেন সৌরভ-পত্নী। হাসপাতালে স্ত্রীর পাশেই রয়েছেন সৌরভ৷ নবমীর রাতেই ডোনাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন মহারাজ৷ 

এদিকে, উৎসবের মরশুমে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ডেঙ্গির প্রকোপ বাড়তে শুরু করেছে। পুজোর মধ্যে দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টির জেরে ডেঙ্গির বাড়বাড়ন্ত হতে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকদের একাংশ। এরই মধ্যে উঠে এল ডোনার চিকুনগুনিয়ায় আক্রান্ত হওয়ার খবর। 

প্রতিবছরের মতো এবছরও পুজোয় সৌরভকে খোশ মেজাজে দেখা গিয়েছে। মণ্ডপে মণ্ডপে ঘুরেছেন তিনি। আড্ডাও মেরেছেন। এরই মধ্যে নবনীর রাতে গঙ্গোপাধ্যায় পরিবারে নেমে এল বিপর্যয়। সকলেই ডোনার খোঁজ খবর রাখছেন।