Aajbikel

বারবার কেন রাজনীতিতে জড়ানো হচ্ছে? ক্ষোভ প্রকাশ সৌরভের

 | 
সৌরভ

কলকাতা: ত্রিপুরা রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হতে চলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার রাজ্যের পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী কলকাতায় এসে সৌরভের সঙ্গে দেখা করেন। আর এই খবর প্রকাশ পেতেই আবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে রাজনীতির যোগসূত্র টেনে দেওয়ার চেষ্টা চলছে। বিজেপি শাসিত ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসাডর কেন তিনি হচ্ছেন, আবার এর সঙ্গে রাজনীতির যোগ আছে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন খোদ 'মহারাজ'।

সৌরভের বক্তব্য, ত্রিপুরা থেকে তাঁর কাছে প্রস্তাব এসেছিল, তিনি সেটা নিয়ে ভেবে দেখেছেন। কিন্তু এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। তাঁর যুক্তি, সচিন তেন্ডুলকর কেরলে রয়েছেন। শাহরুখ খান কলকাতার ব্র্যান্ড অ্যাম্বাসাডর। তেমনই গুজরাটের সঙ্গে যুক্ত রয়েছেন অমিতাভ বচ্চন। আবার মহেন্দ্র সিং ধোনি যুক্ত ঝাড়খণ্ডের সঙ্গে। তাহলে কেন বারবার তাঁকেই নিশানা করা হচ্ছে? কেন তাঁর সঙ্গেই রাজনীতিকে জুড়ে দেওয়া হচ্ছে? এই প্রশ্নগুলি তুলেই ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। তাঁর এও বক্তব্য, তিনি কারও সঙ্গে কথা বললে, কিছু করলেই সব কিছুতেই রাজনীতি যোগ করা হয়। কিন্তু এগুলির কোনও গুরুত্ব নেই। 

প্রসঙ্গত, মঙ্গলবার ত্রিপুরার পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরীর সঙ্গে ছিলেন রাজ্যের পর্যটন দফতরের সচিব উত্তমকুমার চাকমা ও ওই দফতরের অধিকর্তা তপনকুমার দাসও। ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার প্রস্তাব আগে পেলেও এতদিন ভাবছিলেন 'মহারাজ'। অবশেষে এই প্রস্তাবে সাড়া দেন তিনি। আগামী মাস থেকেই ত্রিপুরা সরকার সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে কাজ শুরু করতে পারে বলে জানা গিয়েছে।   

Around The Web

Trending News

You May like