ভোট আবহে নবান্নে মহারাজ! মুখ্যমন্ত্রী সকাশে বাড়ছে জল্পনা

ভোট আবহে নবান্নে মহারাজ! মুখ্যমন্ত্রী সকাশে বাড়ছে জল্পনা

mamata banerjee

কলকাতা: ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক বেশ মধুর৷ কখনও ফুল হাতে তিনি পৌঁছে গিয়েছেন দাদাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে, কখনও তাঁকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর করেছেন৷

আবার মুখ্যমন্ত্রীর বিদেশ সফরে সঙ্গী হয়েছেন মহারাজ৷ লোকসভা ভোটের আবহে এবার নবান্নে গেলেন সৌরভ৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতেই নীলবাড়িতে গিয়েছেন বিসিসিআই-এর প্রাক্তন প্রধান৷ কেন আচমকা নবান্নে গেলেন তিনি, তা অবশ্য জানা যায়নি। তবে সৌরভ নবান্নে পা রাখতেই শুরু হয়েছে তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা৷ অনেকেরই প্রশ্ন, তবে কি লোকসভা ভোটে তৃণমূলের প্রার্থী হচ্ছেন মহারাজ? 

ইতিমধ্যেই দেশজুড়ে প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। বাংলাতেও একের পর এক চমক দিতে মরিয়া গেরুয়া শিবির। পিছিয়ে নেই তৃণমূলও। বাংলার ৪২টি আসনেই প্রার্থী দেবে দল৷ চলছে জোর জল্পনা৷ চমক দিতে প্রস্তুত রাজ্যের শাসক শিবিরও৷ এরই মধ্যে বুধবার প্রায় আধঘণ্টা নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন সৌরভ। সাড়ে পাঁচটা নাগাদ নবান্ন থেকে বেরিয়ে যান তিনি৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 6 =