অসুস্থ সুকান্ত মজুমদারকে হাসপাতালে দেখে এলেন সৌরভ

অসুস্থ সুকান্ত মজুমদারকে হাসপাতালে দেখে এলেন সৌরভ

sourav ganguly

কলকাতা: সন্দেশখালি যাওয়ার পথে পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার৷ রাস্তাতেই সংজ্ঞা হারান৷ বসিরহাটে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে কলকাতায় বাইপাসের ধারে একটি বেসরকারি নার্সিং হোমে নিয়ে আসা হয়৷ শুক্রবার সন্ধ্যায় অসুস্থ বিজেপি সাংসদের সঙ্গে দেখা করে এলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। 

মহারাজের পরিবার সূত্রের খবর, সৌরভের মা নিরূপাদেবী গত ১ ফেব্রুয়ারি থেকে এই বেসরকারি হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। হাসপাতাল সূত্রের খবর, নিরূপাদেবীর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল৷ শুক্রবার প্রাক্তন বিসিসিআই সভাপতি হাসপাতালে গিয়ে সোজা চলে যান সুকান্তের কেবিনে৷ সেখানে তাঁর সঙ্গে দেখা করে তাঁর স্বাস্থ্যের খোঁজ-খবর নেন৷ সূত্রের খবর, সুকান্তের কেবিনের প্রায় ১০ মিনিট ছিলেন মহারাজ। ৭টা ২৫ মিনিট নাগাদ তিনি হাসপাতাল থেকে বেরিয়ে যান। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + 5 =