রাজ্যপাল-স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ‘দাদার’ সাক্ষাৎ, রাজনৈতিক যোগ নিয়ে আন্দোলিত বাংলা

গতকাল হঠাৎ রাজভবনে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট

কলকাতা: গতকাল হঠাৎ রাজভবনে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি নিজে এটিকে ‘সৌজন্য সাক্ষাৎ’ বললেও বাংলার রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এর আরো বড় কারণ, আজ দিল্লিতে একই মঞ্চে দেখা গিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সৌরভ গঙ্গোপাধ্যায়! সব মিলিয়ে যে জল্পনা এবং আলোচনা শুরু হয়েছে বঙ্গে তাতে রীতিমতো জল ঢেলে সৌরভ স্বয়ং জানিয়েছেন, জল্পনার কোন কারণ নেই, এটি নেহাতই সৌজন্য সাক্ষাৎ, রাজনৈতিক কোন যোগ নেই। দাদার কথা শোনার পরেও যেন শান্ত হচ্ছে না বাংলা। হালকা একটা উত্তেজনা রয়ে গেছে বঙ্গ জুড়ে।

গতকাল রাজভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর জানা যায় তিনি তাঁকে ইডেন ঘুরে দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। এই প্রসঙ্গে নিজে একটি টুইট করেন খোদ রাজ্যপাল। তিনি লেখেন, একাধিক বিষয় নিয়ে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আলোচনা হয় তাঁর। পাশাপাশি তিনি তাঁকে ইডেন গার্ডেন্স দেখার জন্য আমন্ত্রণ জানান। এই প্রসঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে জানিয়েছেন, এই বিষয়টাকে নিয়ে শুধু শুধু জল্পনা তৈরি করা হচ্ছে। যা ভাবা হচ্ছে তেমনটা একেবারেই নয়। এর সঙ্গে কোন রাজনৈতিক সংযোগ নেই। রাজ্যপাল সাক্ষাতের পরে দিল্লিতে এদিন ডিডিসিএ-র অনুষ্ঠানে এক মঞ্চে দেখা গিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তাঁকে। সেই বিষয় নিয়ে মুখ খুললেন জল্পনায় জল ঢেলেছেন মহারাজ।

 

সৌরভের স্পষ্ট কথা, ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির মূর্তি বসবে। দিল্লির ক্রিকেট বোর্ডের এক অনুষ্ঠানের জন্যই তিনি দিল্লিতে গিয়েছেন। আর সেই মঞ্চে শুধুমাত্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি থাকবেন না আরো অনেকেই থাকবেন। তাই এই বিষয় নিয়েও রাজনীতি করার কোনো জায়গা নেই বলে স্পষ্ট মত দেশের অন্যতম সেরা ক্রিকেট অধিনায়কের। যদিও সৌরভ গঙ্গোপাধ্যায়ের হঠাৎ পরপর দুদিন এই দুজনের সঙ্গে সাক্ষাৎ সত্যি উত্তেজনা সৃষ্টি করেছে রাজনৈতিক মহল এবং বিশেষজ্ঞদের মধ্যে।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *