গরিবের মুখে অন্ন তুলে দিতে ২০০০ কেজি চাল দান মহারাজের

গরিবের মুখে অন্ন তুলে দিতে ২০০০ কেজি চাল দান মহারাজের

কলকাতা:  করোনার সংক্রমণ রুখতে সারা দেশ ২১ দিনের লক ডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর ফলে সকলেই কমবেশি অসুবিধায় পড়েছেন। কিন্তু সবথেকে শোচনীয় অবস্থা সমাজের প্রান্তিক মানুষগুলির। দিন আনা দিন খাওয়া মানুষগুলির অন্নসংস্থানের সমস্যা প্রবল। এহেন পরিস্থিতিতে তাদের সাহায্যের জন্য এগিয়ে এলেন বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় ।

করোনা পরিস্থিতিতে ইতিমধ্যেই অসহায়দের সাহায্য করতে হাত বাড়িয়ে দিয়েছে রামকৃষ্ণ মঠ ও মিশন। ইতিমধ্যেই মিশনের বিভিন্ন শাখাকেন্দ্র থেকে আর্ত মানুষের পাশে দাঁড়াতে ত্রাণকার্য শুরু হয়েছে। রামকৃষ্ণ মিশনের এই ত্রাণকার্যেই এবার সহায়তার হাত বাড়িয়ে দিলেন বিসিসিআই সভাপতি তথা প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ । বুধবার দুপুরে তিনি হাওড়ার বেলুড় মঠে আসেন। ব্যক্তিগত উদ্যোগে এদিন মঠের হাতে প্রায় ২ হাজার কেজি চাল তুলে দেন সৌরভ। আরও চাল তিনি আর্ত মানুষের হাতে তুলে দেবেন বলেও এদিন জানিয়েছেন। সাংবাদিকদের তিনি বলেন, এটা সম্পূর্ণ ভাবে ব্যক্তিগত উদ্যোগ। শুধু অর্থ দিয়ে নয়, এই ভয়াবহ পরিস্থিতিতে যারা বিভিন্ন ভাবে এগিয়ে আসছেন তাদেরও  সকলকে ধন্যবাদ দিয়েছেন বাংলার মহারাজ। আরও দরকার পড়লে তিনি আরও সহায়তা করবেন । সৌরভ বলেন, এই লকডাউনের সময়টাসকলের আরও সতর্ক থাকা উচিত। করোনার মতো এরকম বিপর্যয় এর আগে তিনি কখনও দেখেননি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন, এবারই প্রথম নয়, ১৯৯৬ সাল থেকেই তিনি এ ধরনের কাজে শামিল হয়েছেন।

বেলুড় মঠের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ জানান, সৌরভ গতকাল তার সঙ্গে যোগাযোগ করেন এবং চাল দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তিনি সানন্দে রাজি হন। চালের পরিমাণ কত, সেটা বড় কথা নয়, মনের ইচ্ছাটাই বড় জিনিস। সৌরভ গঙ্গোপাধ্যায়কে সারা বিশ্বের মানুষ চেনেন। তার মতো একজন ব্যক্তিত্ব বেলুড় মঠের পাশে এসে দাঁড়িয়ে ত্রাণকার্যে সাহায্য করছেন, এটা তাদের কাছে খুবই গৌরবের বিষয়। সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই দান তারা সাদরে গ্রহণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 1 =