sourav ganguly
কলকাতা: সম্প্রতি বিদেশ সফর থেকে দেশে ফিরেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর স্পেন এবং দুবাই সফর নিয়ে বিরোধীদের কটাক্ষ থাকলেও বিতর্ক ছিল না। কিন্তু বিতর্ক তৈরি করেছিলেন অন্য একজন। না তিনি কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব নন, ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। মুখ্যমন্ত্রী সঙ্গে বিদেশ সফরে তাঁরও দেখা মিলেছিল। শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উপস্থিত থাকার জন্য বিতর্ক নয়, তিনি বিতর্ক সৃষ্টি করেছেন এক ঘোষণা করে। তবে সেই ঘোষণা কেন তিনি করেছেন তার জবাব শহরেই দিলেন ‘মহারাজ’।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেন সফরে যোগ দিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে, আগামী পাঁচ-ছ’মাসের মধ্যে মেদিনীপুরে তাঁর দ্বিতীয় ইস্পাত কারখানাটি তৈরি হতে চলেছে। শালবনির এই কারখানার ইস্যু নিয়েই বাংলার রাজনীতিতে হইচই শুরু হয়। কেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো ব্যক্তিত্ব সুদূর বিদেশে গিয়ে বাংলার শিল্প ঘোষণা করলেন, কেন তিনি রাজ্যে থেকেই এই ঘোষণা করলেন না, এই ঘোষণার পিছনে কোনও রাজনীতি আছে কিনা, তা নিয়ে চর্চা শুরু হয়েছিল। তার জবাব খোদ সৌরভ দিলেন। বৃহস্পতিবার কলকাতায় একটি অনুষ্ঠানে ‘দাদা’ বলেন, তিনি কোনও বিধায়ক, সাংসদ নন। কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। তিনি যেখানে ইচ্ছা হবে সেখানে যাবেন। অনেকেই অনেক জায়গায় যায়। তাঁর কাছে সব জায়গা এক। তাঁর স্পষ্ট কথা, তাঁর কোনও রাজনৈতিক লক্ষ্য নেই, তাই তিনি কারও কাছে উত্তর দিতে বাধ্য নন।
বিষয় হল, সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই ঘোষণা নিয়ে বিস্ফোরক দাবি করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য ছিল, বেহালা থেকে মাদ্রিদ হয়ে শালবনি, এটা শিল্প নয়, বিনিয়োগও নয়। সৌরভ গাঙ্গুলি সব সময় বাণিজ্যিক চিন্তাভাবনা নিয়ে কাজ করেন। তিনি ধান্দাবাজি করে নিজের অর্থ উপার্জন করতে চান। শালবনিতে আগেও কিছু হয়নি, এখনও কিছু নেই, ভবিষ্যতেও কিছু হবে না।