Aajbikel

মুখ্যমন্ত্রীর সঙ্গে স্পেন সফরে সৌরভ, সুনীল? জল্পনা বাড়ছে

 | 
mamta_sunil

কলকাতা: বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আগে বিদেশ সফরে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পেন এবং দুবাই যাওয়ার কথা রয়েছে তাঁর। আগামী ১২ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী রওনা হবেন স্পেনের উদ্দেশে। তারপর দুবাই হয়ে তাঁর কলকাতায় ফেরার কথা ২৩ সেপ্টেম্বর। এখন জানা গেল, মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন্ন বিদেশ সফরে থাকতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়। অন্য একটি সূত্র বলছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকার কথা ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীরও। 

মুখ্যমন্ত্রী তাঁর স্পেন সফরে বার্সেলোনা শহরে একটি কর্মসূচিতে যোগ দেবেন। জানা গিয়েছে, সেই কর্মসূচিতে থাকতে পারেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। আবার তাঁর সঙ্গেই থাকার কথা ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীর। প্রশাসনিক সূত্রের দাবি, দুজনেই এই সফরের জন্য সম্মতি জানিয়েছেন। এই মুহূর্তে সৌরভ গঙ্গোপাধ্যায় আছেন লন্ডনে, আর সুনীল ছেত্রী আছেন বেঙ্গালুরুতে। তারা সেখান থেকেই বার্সেলোনা যাবেন বলে খবর। 

মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেন সফর নিয়ে আশায় বুক বাঁধছে বাংলার ফুটবল মহল। কারণ স্পেনের সঙ্গে ফুটবলপ্রিয় বাঙালির আত্মিক যোগ রয়েছে। এই দেশের একাধিক ক্লাব যেমন বার্সেলোনা, রিয়েল মাদ্রিদের ফ্যান আছে বাংলায়। আর মেসি, রোনাল্ডোকে কে না চেনেন যারা এই দুই ক্লাবে দীর্ঘ দিন খেলেছেন। তাহলে বঙ্গের ফুটবলের জন্য কী কিছু বিনিয়োগ আসতে পারে, সে নিয়েই এখন জল্পনা।  

Around The Web

Trending News

You May like