ফের অসুস্থ মহারাজ! আবারও ভর্তি হলেন হাসপাতালে

ফের অসুস্থ মহারাজ! আবারও ভর্তি হলেন হাসপাতালে

কলকাতা: ফের একবার বুকে তীব্র যন্ত্রণা। ফের একবার অসুস্থ হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সূত্রের খবর, ইতিমধ্যেই তাঁকে ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিছুদিন আগেই বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন ভারতীয় ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। বেশ কিছুদিন হাসপাতালে থাকার পর পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরলেন তিনি। এবার আজ আবার বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হতে হল দাদাকে। পরিবারের তরফে জানা গিয়েছে, গতকাল রাত থেকেই ফের বুকে ব্যথা অনুভব করেন সৌরভ।

নতুন বছরের দ্বিতীয় দিনেই সকালে বাড়িতে জিম করার সময় হঠাৎ ব্ল্যাক আউট হয়ে যান সৌরভ। পরবর্তী ক্ষেত্রে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে এনজিওপ্লাস্টি করা হয়। অ্যাঞ্জিওপ্লাস্টির পর প্রথমেই ৯ সদস্যের মেডিক্যাল বোর্ডের সঙ্গে প্রাথমিকভাবে কথা বলেন চিকিৎসক দেবী শেট্টি। এরপর তিনি সৌরভের শারীরিক অবস্থা খতিয়ে দেখেন। জানা যায় তাঁর মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছিল। যদিও অল্প সময়ের মধ্যেই সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি। গত কয়েক দিন সুস্থ থাকার পর আজ হঠাৎ আবার বুকে ব্যথা শুরু হয় বর্তমান বিসিসিআই সভাপতির। সেই কারণে এদিন ফের তাকে হাসপাতালে ভর্তি হতে হল। উল্লেখ্য, কয়েকদিন আগেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা তথা প্রাক্তন ক্রিকেটার স্নেহাশীষ গঙ্গোপাধ্যায়েরও বুকে স্টেন্ট বসানো হয়। 

দাদাকে নিয়ে দুশ্চিন্তা একেবারে কমে গেলেও আজকের খবর ফের উদ্বেগ বানিয়েছে তাঁর ভক্তদের মনে। একই সঙ্গে রাজ্যবাসীর আতঙ্কিত সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই খবরে। প্রথমবার অসুস্থ হওয়ার পর সৌরভ গঙ্গোপাধ্যায়ের রাজনৈতিক যোগ নিয়ে চরম জল্পনা শুরু হয়। তৃণমূল কংগ্রেসের থেকে সরাসরি অভিযোগ জানানো হয় বিজেপি তাঁকে রাজনীতিতে আসার জন্য চাপ দিচ্ছে। তবে পরবর্তী ক্ষেত্রে সুস্থ হয়ে যাওয়ার পর সৌরভ গঙ্গোপাধ্যায় কার্যত ইঙ্গিত দিয়ে দেন তিনি হয়তো রাজনীতিতে কখনোই যোগ দেবেন না। আপাতত সেসব অতীত, এখন ফের একবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের সুস্থতা কামনায় সকলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + 5 =