বিজেপির ‘মুখ’ সৌরভ হলে সুবিধা হত! সহমত পোষণ ৪৮%-এর: সমীক্ষা

বিজেপির ‘মুখ’ সৌরভ হলে সুবিধা হত! সহমত পোষণ ৪৮%-এর: সমীক্ষা

 

কলকাতা: বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে, বিজেপির মুখ কে, তা নিয়ে ইতিমধ্যেই ব্যাপক কৌতূহল। সেই প্রশ্নের জবাব এখনও দিতে পারেনি ভারতীয় জনতা পার্টি শিবির। এদিকে বিগত কিছুদিন ধরেই বিজেপির মুখ হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম উঠে আসছিল। যদিও সে ব্যাপারে জল্পনা নিরসন হয়েছে। কিছু সত্যি যদি বিজেপির মুখ হতেন সৌরভ, বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হতেন, তাহলে কি সুবিধা হত বিজেপির? এমন প্রশ্নের উত্তরে সাড়া মিলল ব্যাপক। তথ্য দিল সমীক্ষা।

বাংলার নির্বাচনের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে তার ইঙ্গিত পেতে সমীক্ষা চালিয়েছে‌ এবিপি আনন্দ-সি ভোটার। পশ্চিমবঙ্গের সবকটি বিধানসভা কেন্দ্রে ঘুরে ঘুরে এই সমীক্ষা করা হয়েছে। গত ৬ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত এই সমীক্ষা করা হয়েছে বঙ্গে যেখানে ১৮,০০০-এরও বেশি মানুষের সঙ্গে কথা বলেছেন সমীক্ষকরা। অন্যদিকে বাংলার ৪২ টি লোকসভা কেন্দ্রের ৫,৩৩২ জোনের সঙ্গেও কথা বলেছেন সমীক্ষকরা। এতেই সৌরভ গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হতে রাজি হলে বিজেপির সুবিধা হতো কিনা, এই প্রশ্নের উত্তরে ৪৮ শতাংশ সহমত পোষণ করেছেন। যদিও ৩৩ শতাংশ মানুষ মনে করছেন এতে লাভ হত না ভারতীয় জনতা পার্টি শিবিরের।যদিও বলতে পারবে না বলে জানিয়েছেন ১৯% মানুষ। 

এই সমীক্ষায় প্রশ্ন করা হয়েছিল, শুভেন্দু অধিকারী বিজেপিতে যাওয়ায় আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল বড় ধাক্কা খেতে চলেছে। ‌৪৬ শতাংশ মানুষ মনে করছেন তৃণমূল ধাক্কা খাচ্ছে। এদিকে ৩৫ শতাংশ মানুষ মনে করছেন শুভেন্দু অধিকারী চলে যাওয়াতে সমস্যায় পড়বে না তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বিধানসভা ভোটে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে লড়াইয়ে নামছে বিজেপি সুবিধা পাবে কিনা এই প্রশ্নের উত্তরে ৩৭ শতাংশ সম্মতি জানিয়েছেন। এদিকে ৩৬ শতাংশ দাবি করেছেন তেমন কোনো লাভ হবে না বিজেপির।এদিকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে কাকে সামনে আনলে বিজেপি সুবিধা পেত, এই ক্ষেত্রে সমীক্ষা অনুযায়ী সবচেয়ে বেশি ভোট পেয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, ৩৪ শতাংশ। তারপরে আছেন দিলীপ ঘোষ, ১৫ শতাংশ এবং শুভেন্দু অধিকারী পেয়েছেন ১২ শতাংশ ভোট। যদিও সর্বাধিক ৩৯ শতাংশ মানুষ মনে করছেন এনাদের মধ্যে কেউই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে বিজেপিকে সুবিধা দিতে পারবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *