কলকাতা: তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতে চলেছেন হাওড়ার সাংসদ প্রসূন বন্দোপাধ্যায়, এমনটাই দাবি করলেন সাংসদ সৌমিত্র খাঁ। যদিও তাঁর দাবিকে ফুৎকারে উড়িয়ে দিয়েছেন প্রসূন বন্দোপাধ্যায়। জানিয়েছেন, ‘‘যতদিন রাজনীতি করব, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেই থাকব। সৌমিত্র সম্ভবত আমাকে নিয়ে মশকরা করছে।’’
আগেও বহুবার বিজেপির যুবমোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁর মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে রাজ্য-রাজনীতি ময়দানে৷ বুধবার হাওয়ায় এক সমাবেশে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সামনেই আবার বিস্ফোরক মন্তব্য করলেন সৌমিত্র৷ বললেন, ‘‘একজন ক্রিকেটার আগেই গেছে। এবার ফুটবলারও থাকবে না। বিজেপিতে চলে আসবে। বিজেপিতে যোগ দেবেন প্রসূন বন্দোপাধ্যায়।’’ সৌমিত্র খাঁয়ের এমন দাবির পাল্টায় প্রসূন বন্দোপাধ্যায় জানিয়েছেন, ‘‘এটা বিজেপির মনগড়া অবাস্তব ধারনা। সেই ১৯৯২ সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছি। তৃণমূল আমাকে রাজনৈতিক পরিচয় দিয়েছে। আর সেই দলকে ছেড়ে দেব? শেষ ব্যক্তি হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকব। আর দলবদল করলে হাওড়ার মানুষকে কী জবাব দেব?’’ সৌমিত্র খাঁয়ের এই মন্তব্যের বিরোধিতা করে তৃণমূলের তরফে বলা হয়েছে, ‘‘তৃণমূলের অন্দরে কর্মী ও মন্ত্রীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করার জন্য এসব বলছে বিজেপি।’’
তবে প্রসূন নিজে সৌমিত্র খাঁয়ের কথার বিরোধিতা করলেও হাওড়ার তৃণমূলের অন্দরমহলের অবস্থা খুব একটা ভালো নয়। কিছুদিন আগেই দল ছেড়ে দিয়েছেন হাওড়া শহর তৃণমূলের সভাপতি লক্ষ্মীরতন শুক্লা। দলের সঙ্গে গত কয়েকমাস ধরেই যথেষ্ট দূরত্ব তৈরি হয়েছে হাওড়া ডোমজুড়ের বিধায়ক মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের। দলের বিরুদ্ধে সরব হয়েছেন প্রাক্তন মেয়র রথীন চট্টোপাধ্যায়ও। হাওড়া শহর তৃণমূলের অভ্যন্তরীন গোষ্ঠীদ্বন্দ্বের কারণে প্রায় অস্বস্তি বাড়ছে৷ -ফাইল ছবি