কলকাতা: ‘কণ্ডোম’ বিতর্কে অভিনেত্রী সায়নী ঘোষের বিরুদ্ধে রবীন্দ্র সরোবর থানায় এফআইআর দায়ের করেছেন মেঘালয় ও ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথা বিজেপি নেতা তথাগত রায়। একইসঙ্গে সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত ধর্ষণের হুমকি তো রয়েছেই৷ এবার অভিনেত্রীকে ‘যৌনকর্মী’ বলে বিষোদগার করলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ৷ “যে অভিনেত্রী হিন্দুধর্মের দেব-দেবীকে অপমান করেন, তিনিই আদতে যৌনকর্মী”, সায়নী ঘোষকে তোপ বিজেপি সৌমিত্র খাঁর৷
বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বলেন, “দেবী সরস্বতীকে যৌনকর্মী বলেছেন সায়নী ঘোষ। আমরা মনে করি, শিবলিঙ্গকে যারা অপমান করে, যারা মা মনসাকে অপমান করে, তারাই আসলে যৌনকর্মী।” কিন্তু প্রশ্ন উঠছে দেবী সরস্বতীকে ‘যৌনকর্মী’ কবে বললেন সায়নী? রাজ্য বিজেপির যুবমোর্চার সভাপতি সৌমিত্র খাঁ বুধবার পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে আয়োজিত এক সভায় যোগ দিয়েছিলেন। সেখানেই অভিনেত্রীর বিরুদ্ধে এমন মন্তব্য করেন তিনি৷
একটি সংবাদমাধ্যমের টক-শোতে গিয়ে বিজেপির রাজনীতির ধরণ প্রসঙ্গে প্রশ্ন তুলেছিলেন সায়নী৷ বলেছিলেন, “বাইকে করে জয় শ্রী রাম রণধ্বনি দিয়ে ভয় দেখানো তো আমাদের সংস্কৃতি নয়। যেভাবে ‘জয় শ্রী রাম’ স্লোগানটিকে রণধ্বনিতে পরিণত করা হয়েছে, তা অত্যন্ত ভুল। উপরন্তু, এটি বাঙালি সংস্কৃতির মধ্যেও পড়ে না। ঈশ্বরের নাম ভালবেসে বলা উচিত।” এরপরই সোশ্যাল মিডিয়ায় হইচই শুরু হয়৷ অভিনেত্রীকে ধর্ষণ ও খুনের হুমকি দেয় বিজেপি সমর্থকেরা৷ সায়নীর পাশে দাঁড়িয়ে নাম না করেই তথাগত রায়কে হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার আসরে সৌমিত্র খাঁ৷ প্রশ্ন উঠছে, বিজেপির প্রথম সারির নেতা হয়ে কোনও নারী সম্পর্কে এধরণের মন্তব্য কী আদৌও মানায় তাঁকে?