কলকাতা: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের কয়েক সপ্তাহ আগেই দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলার শাসক দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছিলেন তিনি। কিন্তু বাংলার নির্বাচনে কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে বিজেপি, রাজীব নিজেও জিততে পারেননি নির্বাচন। এরপর তাঁর তৃণমূল কংগ্রেসে যোগদান যেন সময়ের অপেক্ষা ছিল। অবশেষে গত কাল পুরনো দলে ফিরে এসেছেন রাজীব। এই দলবদল নিয়ে ইতিমধ্যেই বঙ্গ রাজনীতি তোলপাড়। এই ইস্যুতে মন্তব্য করতে ছাড়েননি বিজেপি নেতা সৌমিত্র খাঁ।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে রাজীব বন্দ্যোপাধ্যায়কে চরম আক্রমণ করেছেন সৌমিত্র। তিনি এই দলবদল প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলেন, বাংলার রাজনীতি এখন পুরোটাই ব্যবসা। রাজীব বন্দ্যোপাধ্যায় উপমুখ্যমন্ত্রী হওয়ার লোভে দলবদল করেছিলেন। তাঁকে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কিছু দিয়েছিলেন, তার পরেও রাজীব বন্দ্যোপাধ্যায়ের পোষায়নি। সৌমিত্র বলছেন, রাজীব বলেছেন তিনি নাকি বুঝতে পারেননি, তিনি হয়তো শিশু ৫৫ বছর বয়সে দাঁড়িয়েও! এই প্রেক্ষিতে সৌমিত্রের আরো আক্রমণ, রাজীব বন্দ্যোপাধ্যায় এত বড় নেতা যে তিনি বাংলায় যোগদান করতে পারলেন না, ত্রিপুরায় গিয়ে যোগদান করতে হল। বাংলার মানুষ তাঁকে এখানে যোগদান করতে দেয়নি। এখানে না থেমে সৌমিত্রের আরো সংযোজন, রাজীব বন্দ্যোপাধ্যায় নিজের সঙ্গে পাঁচজনকেও নিয়ে আসতে পারেননি। তাই উনি চলে গেলে বিজেপির কোন ফারাক পড়বে না। তবে ক্ষতি তাদের হবে যারা তাঁর জন্য দলের পতাকা ধরেছিল।
প্রসঙ্গত, গতকাল ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ফের তৃণমূল কংগ্রেসে যোগদান করেন রাজীব বন্দ্যোপাধ্যায়। পুরনো দলে ফিরে এসে তিনি বলেন, ভুল করেছিলেন সেটা বুঝতে পেরেছেন। সেটা তিনি স্বীকার করছেন। পাশাপাশি রাজীব আরো বলেন, তিনি যদি আগেই অভিষেকের কথা শুনতেন তাহলে এইদিন দেখতে হত না। তিনি আসলে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনতে ভুল করেছিলেন।