কলকাতা: ফের একবার দিল্লি গিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বিগত কয়েক সপ্তাহ ধরে একাধিক বিতর্কিত মন্তব্য করে শিরোনামে ছিলেন তিনি এবং তাঁর কারণেই বিজেপি ব্যাপকভাবে অস্বস্তিতে পড়ে ছিল। দিল্লি তলব করে তাঁকে ভর্ৎসনা করা হয়েছিল শীর্ষ নেতৃত্বের তরফে। এবার আরও একবার দিল্লির গিয়ে বিজেপি শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করলেন তিনি। যা নিয়ে আরো জল্পনা বাড়লো। তবে জল্পনা আরো বৃদ্ধি করেছেন সৌমিত্র নিজে, কারণ তার ফেসবুক পোস্ট।
বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে ছবি দিয়ে তিনি লিখেছেন, “লড়াইটাই আসল কথা তাই শেষ কথাটা সময় মত বলবো। সর্বভারতীয় সভাপতির জেপি নাড্ডাজির আশীর্বাদে আবার শুরু করব। বিজেপি জিন্দাবাদ, অমিত শাহ জিন্দাবাদ। দীর্ঘজীবী হোন।” সম্প্রতি যে মন্ত্রিসভার সম্প্রসারণ এবং রদবদল হয়েছে তাতে বাংলা থেকে চারজন মন্ত্রিত্ব পেলেও সৌমিত্র খাঁ মন্ত্রী হতে পারেননি। এদিকে যুব মোর্চার কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন অনেকে। সেই প্রেক্ষিতে মনে করা হচ্ছিল যে মানভঞ্জন করতে হয়ত সৌমিত্রকে নতুন পদ দিতে পারে বিজেপি। সেই পদক্ষেপ এখন থেকে নেওয়া হচ্ছে কিনা তাই নিয়েই নতুন জল্পনা। কারণ সম্প্রতি যুব মোর্চার সভাপতি পদ থেকে পদত্যাগ করেন সৌমিত্র যদিও পরে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেন কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে।
বঙ্গভঙ্গ থেকে শুরু করে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করা, বিগত কয়েক সপ্তাহে ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছেন সৌমিত্র খাঁ। দলের তরফে এক কথা বলা হলেও নিজের বক্তব্যে অনড় ছিলেন তিনি। তাই তাঁকে নিয়ে যথেষ্ট অস্বস্তি বাড়ছিল গেরুয়া বাহিনীর অন্দরে। তবে এখন হয়তো সেই অস্বস্তি যাতে আর না বৃদ্ধি পায় তার জন্য পদক্ষেপ নিতে চাইছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। এখন দেখা যাক আগামী দিনে সাংসদ সৌমিত্র খাঁকে নিয়ে তারা কি সিদ্ধান্ত নেয়।