কলকাতা: বিগত কয়েক দিন ধরে বেশ বেসুরো হচ্ছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। ফেসবুক পোস্ট করে একদিকে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি, অন্যদিকে আবার নিজের পদত্যাগের কথা ব্যক্ত করেন সৌমিত্র। যদিও পরে সেই সিদ্ধান্ত বদলেছেন তিনি কিন্তু বিতর্ক রয়েই গেছে। এই ঘটনার প্রেক্ষিতে ইতিমধ্যেই মুখ খুলে সৌমিত্রকে কার্যত একহাত নিয়েছেন ঘোষ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কিন্তু বিজেপি সাংসদকে ঘিরে জল্পনা বহাল থাকছে কারণ তিনি আরো একটি ইঙ্গিত করল ফেসবুক পোস্ট করেছেন। এবার তিনি দুধ এবং জলের গল্প লিখেছেন। কার বা কাদের উদ্দেশ্যে এই পোস্ট, তা নিয়ে দীর্ঘ আলোচনা হতে পারে।
নিজের ফেসবুক পোস্টে দুধ এবং জলের বন্ধুত্বের কথা লিখেছেন সৌমিত্র খাঁ। একই সঙ্গে এও বার্তা দিয়েছেন, কেউ যেন কখনও বন্ধুত্বের মধ্যে অম্লত্ব না নিয়ে আসে। দুধ আর জলের মধ্যে অম্ল কে, তা নিয়ে চর্চা বাংলার রাজনৈতিক মহলে। তবে ঠিক কী লিখেছেন সৌমিত্র? ফেসবুক পোস্টে বিজেপি সাংসদ লিখছেন, জল দুধের সঙ্গে বন্ধুত্ব করে এবং নিজের স্বরূপ ত্যাগ করে দুধের সঙ্গে মিশে যায়… দুধকে যখন ফোটানো হয় তখন জল বন্ধুত্ব পালন করার খাতিরে আগে মৃত্যুবরণ করে এবং আগেই শেষ হয়ে যায়… দুধ জলকে এইভাবে মৃত্যুবরণ করতে দেখে উথলে ওঠে আর আগুন নেভানোর চেষ্টা করে… যখন কিছু জলের ফোঁটা ছিটিয়ে দুধের সাথে মিশিয়ে দেওয়া হয় তখন দুধ আবার শান্ত হয়ে যায়…!
আরও পড়ুন: বড় রদবদলের সম্ভাবনা! কালীঘাটে মমতা-পিকের বৈঠক ঘিরে জল্পনা
এই প্রসঙ্গেই সৌমিত্রের বক্তব্য, এক ফোঁটা অম্ল জল এবং দুধের বন্ধুত্বকে আলাদা করে দিতে পারে, তাই বন্ধুত্বের মাঝে কখনোই অম্লত্ব আসতে দেবেন না। তবে এই ফেসবুক পোস্টের শেষ লাইনে সবথেকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তিনি। লিখেছেন, “দরকার তো দুটো রুটি আর জীবন তো একটাই, তাহলে কিসের অহংকার!” এই ফেসবুক পোস্টে কারোর নাম না থাকলেও এটা হলফ করে বলা যায় যে মূলত কারোর উদ্দেশ্যে এই পোস্ট করেছেন তিনি। তবে সেই ব্যক্তি কে, তা নিয়ে জল্পনা তুঙ্গে।