কলকাতা: আগামী ৭ ফেব্রুয়ারি হলদিয়া আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের সাংসদদের থাকার কথা রয়েছে বলে দাবি করেছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেব নিজেই টুইট করে জানিয়ে দেন যে তিনি এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না পাশাপাশি বিজেপি সাংসদকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এবার এই অনুষ্ঠানে না থাকার কারণে তৃণমূল কংগ্রেস সাংসদ দেবকে সৌজন্যে দেখিয়েও কটাক্ষ করলেন সৌমিত্র খাঁ। দাবি করলেন, তিনি তাঁকে আলাদা ভেবেছিলেন কিন্তু এখন বুঝছেন তিনিও এক।
বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ টুইট করে দাবি করেছিলেন যে হলদিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুষ্ঠানে হাজির থাকবেন শিশির অধিকারী এবং দেব। যদিও সেই প্রসঙ্গে নিজেই টুইট করে সৌমিত্রর দাবি নস্যাৎ করেন তৃণমূল সাংসদ। বলেন তিনি এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না। এবার এই প্রসঙ্গে ফের দেবকে খোঁচা দিয়ে সৌমিত্র খাঁ টুইট করেন, “তোমার মত হিরোকে আমার বেশ পছন্দ। আমি একটা নিউজ সাইটে দেখলাম আপনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সরকারি অনুষ্ঠানে থাকবেন। দেখে ভালো লাগলো। মনে করলাম অন্য তৃণমূল নেতাদের থেকে আপনি আলাদা। যাই হোক ভালো থাকবেন। নতুন ছবি বাংলার দর্শকদের উপহার দেবেন”। টুইট পড়ে বোঝার কতটুকু অসুবিধা নেই যে সৌজন্যতার সঙ্গে দেবকে একহাত নিয়েছেন বিজেপি সাংসদ।
তোমার মতো হিরোকে আমার বেশ পছন্দ। আমি একটা নিউজ সাইটে দেখলাম আপনি মাননীয় প্রধানমন্ত্রীর @narendramodi সাথে সরকারি অনুষ্ঠানে থাকবেন। দেখে ভালো লাগলো। মনে করলাম অন্য তৃনমূল নেতাদের থেকে আপনি আলাদা। যাইহোক ভালো থাকবেন। নতুন ছবি বাংলার দর্শকদের উপহার দেবেন https://t.co/lrCWyWzSyI
— Saumitra khan (@KhanSaumitra) February 3, 2021
দেব বুধবার টুইট করে দেব লেখেন, ‘‘আমন্ত্রণ পেয়েও ওই অনুষ্ঠানে থাকতে না পারার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হওয়া সত্ত্বেও আপনার প্রতি আমার বিশেষ ভালোবাসা ও শ্রদ্ধা রয়েছে৷” উল্লেখ্য, কেন্দ্র সরকারের ‘উজ্জ্বলা যোজনা’র সুবিধার্থে ১১০০ কোটি টাকা খরচে নির্মিত এলপিজি টার্মিনালের উদ্বোধনে আগামী রবিবার হলদিয়ায় আসছেন প্রধানমন্ত্রী। এছাড়াও ‘আত্মনির্ভর ভারত’ প্রকল্পের আওতায় ১০০০ কোটি টাকা ব্যয়ে লুব্রিকেন্ট অয়েল তৈরির কারখানার শিল্যান্যাসও এদিন করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি পরিবহন মন্ত্রকের আওতাভুক্ত একটি রাস্তা নির্মাণের কাজের বাস্তবায়ন হবে এদিন। তাছাড়া ১৪০০ কোটি টাকা ব্যয়ে ‘উর্যা গঙ্গা’ প্রকল্পের একটি প্রকল্প উদ্বোধন করা হবে রবিবার।