পদ থেকে অপসারিত শুভেন্দু অধিকারীর ভাই, দলবদলের সন্দেহ?

বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্স থেকে অপসারিত সে।

 

কলকাতা: তৃণমূল কংগ্রেসের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে ইতিমধ্যেই বিজেপি নেতা হিসেবে আত্মপ্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী। একের পর এক জনসভায় এবং ভাষণ দিয়ে রাজ্যের শাসক দল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে চলেছেন তিনি। শুভেন্দু অধিকারীর দলত্যাগের পর তাঁর পরিবারকে নিয়ে সন্দেহের জায়গা তৈরি হয়েছে, সেই কারণেই হয়তো বড় সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস। কাঁথি পুরসভার প্রশাসক পদ থেকে শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীকে অপসারিত করা হল। বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্স থেকে অপসারিত সে।

শুভেন্দু অধিকারীর দলত্যাগের পর কাঁথিতে যে সভা করেছিলে তৃণমূল কংগ্রেস সেখানে অধিকারী পরিবারের কাউকেই দেখা যায়নি। এদিকে সবার মঞ্চ থেকে বক্তৃতা দিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছিলেন, কাঁথিতে কোনো একটা পরিবারের দখল নেই। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, আজ খড়দহের সভা থেকে শুভেন্দু অধিকারী ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে বলেছেন তিনি তাঁর বাড়িতেও পদ্ম ফোটাবেন! এই আবহের মধ্যে কাঁথি পুরসভার প্রশাসক পর থেকে সৌমেন্দু অধিকারীকে অপসারিত করল রাজ্য সরকার। সব মিলিয়ে এখন বেশ উত্তেজনামূলক পরিস্থিতি বঙ্গ রাজনীতিতে। 

কাঁথি পুরসভার প্রশাসক পথ থেকে শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীকে অপসারিত
কাঁথি পুরসভার প্রশাসক পদ থেকে অপসারিত শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী

উল্লেখ্য, শুভেন্দু অধিকারী বলেছেন, তাঁকে বলা হচ্ছে কেন তার লজ্জা হচ্ছে না সেই বাড়িতে থাকতে যেখানে সবাই ঘাস ফুল এবং তিনি একা পদ্মফুল। এই প্রসঙ্গে শুভেন্দু বলেন, সামনেই বাসন্তী পুজো, রামনবমী আসছে। তাঁর বাড়িতেও পদ্ম ফুটবে! একইসঙ্গে শুভেন্দুর দাবি, শুধু তাঁর নিজের বাড়িতে নয়, বাকিদের বাড়িতে ঢুকে পদ্ম ফোটাবেন তিনি। এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী দাবি করেন, বাংলায় এখন কাটমানি আর সিন্ডিকেট রাজ চলছে। ‘পিসি-ভাইপোর’ সরকার আর ফিরবে না। পাশাপাশি বাংলায় বিজেপি কর্মীদের ওপর অত্যাচার চলছে সেই অভিযোগ এদিন ফের করেন শুভেন্দু। সঙ্গে হুঁশিয়ারিও দেন, সব ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *