কলকাতা: বিধানসভায় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সামনে দাঁড়িয়েই আজ রাজ্য সরকারকে আক্রমণ করেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তিনি বলেন, রাজ্যে গণতন্ত্র নেই। ভোটারদের স্বাধীনতা নেই৷ এই মন্তব্যের পালটা দিয়েছেন খোদ বিমান। তিনি বলেন যে, রাজ্যপাল অসৌজন্যমূলক আচরণ করেছেন। কিন্তু বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যপাল যে মন্তব্য করেছেন তা সম্পূর্ণ সমর্থন করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, রাজ্যপাল সংবিধান বহির্ভূত কোনও কাজ করেননি, কোনও শব্দ বলেননি। আর এর জেরেই তাঁকে বেনজির কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়।
আরও পড়ুন- ৪ বছর ধরে ওয়েটিং-এ! জনপ্রতিনিধিদের বার্তা দিয়ে টুইট গ্রুপ ডি ঐক্য মঞ্চের
রাজ্যপালের আজকের মন্তব্য নিয়ে শুভেন্দুর স্পষ্ট ব্যাখ্যা, ভারতে বহুদলীয় রাজনীতি চলে। বাংলাতেও তাই। রাজ্যে ভোটের পর একাধিক জনের মৃত্যু হয়েছে। তাই রাজ্যপাল আজ যা যা বলেছেন তার কোনওটাই ভুল বলেননি। সংবিধান ও আইন সম্পর্কে তাঁর জ্ঞান নিয়ে কেউ কোনও প্রশ্ন তুলতে পারবে না। তিনি আজ যা বলেছেন সেটার মধ্যে একটাও সংবিধানের বাইরে নয়। এক কথায়, রাজ্যপালের আজকের বক্তব্যকে সম্পূর্ণ সমর্থন করে তাঁকে ‘ক্লিনচিট’ দিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। তবে গোটা ইস্যুতে তাঁকে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়। তিনি শুভেন্দুকে একহাত নিয়ে বলেন, রাজ্যের বিরোধী দলনেতা এমন করে কথা বলছেন যেন তিনি রাজ্যপালের জামাই! সপ্তাহে দু’বার করে দেখা করেন আবার তিনি দেখা করে যাওয়ার পর রাজ্যপাল চিঠি বা বিবৃতি প্রকাশ করেন।
প্রসঙ্গত, আজ রাজ্যপাল বলেছিলেন বাংলায় আইনের শাসন নয়, শাসকের আইন চলছে। পশ্চিমবঙ্গের অবস্থা ভয়াবহ। সেই সঙ্গে এদিন রাজ্যের সরকারি অফিসারদের সংবিধান মেনে কাজ করার পরামর্শও দেন রাজ্যপাল। তাঁর দাবি, রাজ্যের সরকারি আধিকারিকরা তাঁদের সাংবিধানিক মর্যাদা ভুলে গিয়েছেন। রাজভবন কী করতে পারে তা সরকারি অফিসাররা জানেন না। পাশাপাশি তাঁর এও দাবি যে, রাজ্যপালের নামে মিথ্যা অভিযোগ আনা হয় সরকারের তরফে।