মোদীর নিশানায় মমতা, কিষান সম্মান নিধির টাকা নিয়ে কেন্দ্রকেই পাল্টা দুষলেন সৌগত

মোদীর নিশানায় মমতা, কিষান সম্মান নিধির টাকা নিয়ে কেন্দ্রকেই পাল্টা দুষলেন সৌগত

কলকাতা: কৃষি বিলের বিরোধিতায় উষ্ণতা বাড়ছে সিঙ্ঘু সীমান্তে৷ কৃষি বিল প্রত্যাহারের দাবিতে অনড় বিদ্রোহী কৃষকরা৷ এরই মধ্যে শুক্রবার কৃষকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এদিনের বৈঠকেও তাঁর নিশানায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাজ্যে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্প চালু না করা নিয়ে আক্রমণ শানেলন তিনি৷ যার পাল্টা জবাব দিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়৷ 

আরও পড়ুন- নরেন্দ্র মোদীকে খোলা চ্যালেঞ্জ অনুব্রতর, তুলোধোনা NRC-CAA নিয়ে

এদিনের ভার্চুয়াল বৈঠকে বাংলাকে নিশানা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতির জন্যই ভুগতে হচ্ছে বাংলার কৃষককে৷ সম্পূর্ণ রাজনৈতিক কারণে পিএম কিষান সম্মান নিধির টাকা পাচ্ছেন না কৃষকরা৷ সব রাজ্য টাকা পায়৷ শুধুমাত্র বাংলা পায় না৷ এর পরই পাল্টা জবাব দেন সাংসদ সৌগত রায়৷ তিনি বলেন, বাংলাকে একই কথা বলে বারবার আক্রমণ করা হচ্ছে৷ বলা হচ্ছে, বাংলা নাকি প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির টাকা নিচ্ছে না৷ কিন্তু একথা সর্বৈব মিথ্যা৷ তিনি জানান, রাজ্য সরকার চিঠি লিখে কিষান সম্মান নিধির এই টাকা রাজ্য সরকারের মাধ্যমে দেওয়ার কথা কেন্দ্রকে জানিয়েছিল৷ এটা খুবই সহজ একটা দাবি৷ কেন্দ্র এটা মেনে নিতেই পারত৷ কিন্তু কেন্দ্র তা করেনি৷ 

আরও পড়ুন- লালার বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা, বাড়ল এনামুলের সিবিআই হেফাজতের মেয়াদ

সৌগতবাবু বলেন, কেন্দ্র এই দাবি মেনে নিলে রাজ্য সরকারের অ্যাকাউন্টে সরাসরি টাকা আসত৷ রাজ্য সরকার সেখান থেকে কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিত৷ কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠিয়ে বাংলার মাটিতে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে বিদেপি৷ এটা রাজ্য সরকার কেন মেনে নেবে? তাই বাংলার কৃষকরা যদি কিষান সম্মান নিধির টাকা না পান, তাহলে তার দায় ও দায়িত্ব সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের৷ 

তাঁর কটাক্ষ, ‘৬০০০ টাকা দিয়ে কেন্দ্র এমন ভাব করছে যেন ৬ লক্ষ টাকা দেওয়া হচ্ছে।’  ‘বাংলার কৃষকরা এর চেয়ে অনেক বেশি টাকা পাচ্ছেন বলেও মনে করিয়ে দেন তিনি৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + 18 =