অভিষেককে ঈর্ষা করেন দিলীপ ঘোষ! চাঁচাছোলা ভাষায় আক্রমণ সৌগতর

অভিষেককে ঈর্ষা করেন দিলীপ ঘোষ! চাঁচাছোলা ভাষায় আক্রমণ সৌগতর

কলকাতা: বাংলায় বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে রাজনৈতিক দলগুলোর মধ্যে মৌখিক যুদ্ধ আরো বেশি হচ্ছে। বাংলায় তৃণমূল কংগ্রেসের বিরোধী দল হিসেবে উঠে এসেছে বিজেপি। সেই ক্ষেত্রে এই দুই দলের মধ্যে আক্রমণের ঝাঁজ আরও তীব্র হচ্ছে। একাধিকবার বিভিন্ন ইস্যুতে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে চলেছে বিজেপি। এবার তার পাল্টা দিল তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়। সাংবাদিক বৈঠক করে এ দিন স্পষ্ট জানালেন, বিজেপি ঈর্ষা করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে! মূলত তিনি নিশানা করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে।

সৌগতর দাবি, রাজ্যের সভাপতি হওয়ার আগে দিলীপ ঘোষকে কেউ চিনত না। অবশ্যই নেতা হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা অনেক বেশি, সেই কারণেই দিলীপ ঘোষ তাঁকে হিংসে করেন! এই ঈর্ষার কারণেই বারবার একাধিক বিষয়ে ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছে ভারতীয় জনতা পার্টি বলে আক্রমণ করেন সৌগত। একইসঙ্গে মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপির কোন মুখ নেই বলেও এদিন কটাক্ষ করেন তিনি। যদিও হালে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ জানিয়েছিলেন বাংলা চালাবেন দিলীপ ঘোষই। যদিও সেই বিষয়টিকে পাত্তা দিতে চান না তৃণমূল কংগ্রেস সাংসদ। তাঁর স্পষ্ট বক্তব্য, সৌমিত্র খাঁ কেউ হন না এই বিষয়ে ঘোষণা করার জন্য। 

গতকাল দাঁতনের দেউলি গ্রামে বিজেপির সভায় সৌমিত্র বলেন, দিলীপ ঘোষ বিজেপির মুখ্যমন্ত্রী হবেন। কারণ দিলীপ ঘোষ একজন প্রকৃত নেতা। তিনি কখনও সংসারধর্ম করেননি। তার দৃঢ় বিশ্বাস, তিনিই একদিন রাজ্য সামলাবেন। এদিকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ভাঙবে। প্রসঙ্গত, এর আগে বাংলায় এসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন, বাংলা থেকেই কেউ হবেন মুখ্যমন্ত্রী, অর্থাৎ একজন বাঙালিই হবেন রাজ্যের মাথা। এই মন্তব্যের পরই উস্কে উঠেছে জল্পনা। আদতে কে হবেন মুখ্যমন্ত্রী তা নিয়ে বিতর্ক এখনও বর্তমান। যদিও, এখনও এই বিষয়ে কোনরকম খোলসা করা হয়নি রাজ্য বিজেপি নেতৃত্ব তরফে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *