এত মৃত্যুর পরও তৃণমূল কর্মীরা ধৈর্য্য দেখিয়েছেন, প্রশংসায় ভাসালেন সৌগত

এত মৃত্যুর পরও তৃণমূল কর্মীরা ধৈর্য্য দেখিয়েছেন, প্রশংসায় ভাসালেন সৌগত

কলকাতা: পঞ্চায়েত ভোটের হিংসা নিয়ে বিরোধীরা শাসক দল তৃণমূল কংগ্রেস, রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনকে তুলোধোনা করছে। এই অশান্তি, হিংসা, মৃত্যুর জন্য তারাই দায়ী বলে দাবি করা হচ্ছে। যদিও তৃণমূলের পাল্টা বক্তব্য, তাদের কর্মীদের মৃত্যুই বেশি হয়েছে ভোটে। এই প্রসঙ্গে এবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন দলের সাংসদ সৌগত রায়। তিনি বললেন, তৃণমূল কর্মীরা যে ধৈর্য্য দেখিয়েছেন তা প্রশংসনীয়। 

শনিবার ভোটের দিন যে যে জায়গায় হিংসার ঘটনায় মৃত্যু হয়েছে বেশিরভাগ জায়গাতেই দেখা গিয়েছে যে তৃণমূল কর্মীরা প্রাণ হারিয়েছেন। তথ্য বলছে, ভোটের দিন বলি হয়েছেন ১৫ জন। তার মধ্যে ৯ জনই তৃণমূল কংগ্রেসের। সেই প্রেক্ষিতে বিরোধীরা শাসক দলের বিরুদ্ধে যে সন্ত্রাসের অভিযোগ তুলছে তা মিথ্যা এবং ভুয়ো বলেই দাবি করছে ঘাসফুল শিবির। তাঁদের সাফ কথা, তারাই যদি সন্ত্রাস করে তাহলে তাঁদের দলের লোকই বেশি প্রাণ হারাবে কী ভাবে। এই নিয়ে দলীয় সাংসদ সৌগত রায়ের বক্তব্য, পঞ্চায়েত নির্বাচনের হিংসার ঘটনা দুর্ভাগ্যজনক। কিন্তু মৃতদের মধ্যে বেশিরভাগই তৃণমূল কংগ্রেস কর্মী। আর এত প্রাণ চলে যাওয়ার পরও তৃণমূল কংগ্রেসের কর্মীরা যে ধৈর্য্য দেখিয়েছেন তা সত্যিই প্রশংসনীয়। 

ইতিমধ্যেই জানা গিয়েছে, ১১ তারিখ ভোটের ফলাফল প্রকাশের দিন কলকাতা হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন এবং সন্ত্রাসের বিরুদ্ধে মামলা করতে যাবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্য বিরোধী দলগুলিও তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে এই হিংসা নিয়ে। আদালত কী নির্দেশ দেয় এখন সেটাই দেখার। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *