কলকাতা: চূড়ান্ত ক্ষমতা থাকা সত্ত্বেও করোনাভাইরাস পরিস্থিতিতে কার্যকরী ভূমিকা পালন করছে না নির্বাচন কমিশন। এমনই বক্তব্য রেখে নির্বাচন কমিশনকে চূড়ান্ত ভর্ৎসনা করেছে কলকাতা হাইকোর্ট। এই ইস্যুতে মুখ খুলে ফের একবার নির্বাচন কমিশনকে একহাত নিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়। তিনি বলছেন, আজ কলকাতা হাইকোর্ট যা করেছে তারাও বিগত কিছুদিন ধরে একই কথা বলে আসছিলেন। তাই আজকের কলকাতা হাইকোর্টের এই ভূমিকায় তারা আনন্দিত।
সৌগত রায়ের বক্তব্য, অনেক আগে থেকেই তৃণমূল কংগ্রেস বলছে যে করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে ভোট পরিচালনায় যথাযথ ভূমিকা পালন করেছিল নির্বাচন কমিশন। তারা অনেক আগেই শেষ দুই বা তিন দফার ভোট একদিনে করে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছিলেন কিন্তু সেটা নস্যাৎ করা হয়েছিল। এখন কলকাতা হাইকোর্ট একই কথা বলছে। তিনি এখন চান কলকাতা হাইকোর্ট যথাযথ ব্যবস্থা নিক। উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের বক্তব্য, নির্বাচন কমিশনের চূড়ান্ত ক্ষমতা রয়েছে তাও তার কোনো ব্যবহার নেই! নির্বাচন কমিশনকে তিরস্কার করে হাইকোর্ট বলেছে, “এই সময়ে টি এন সেশনের দশ ভাগের এক ভাগ করে দেখাক কমিশন।”
করোনাভাইরাস পরিস্থিতিতে প্রচার বন্ধের মামলায় চূড়ান্ত অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট। হাইকোর্ট বলছে, কমিশনের চুড়ান্ত ক্ষমতা তাও তার কোন ব্যবহার নেই। এই সময় টি এন শেষনের দশ ভাগের একভাগ করে দেখাক কেন্দ্রীয় কমিশন। বক্তব্য, ”শুধুমাত্র একটা সার্কুলার জারি করে জনগণের উপর সব ছেড়ে দিয়েছে। আপনাদের সব আছে, পুলিশ থেকে অফিসার তাও কোনো কাজ করছেন না। ক্যুইক রেসপন্স টিম কেন ব্যবহার করছেন না? আপনাদের কাজে অসন্তুষ্ট। সার্কুলার নয় পদক্ষেপ চাইছি কমিশনের কাছে। আমরা অর্ডার দিতে পারছি না কারণ রাজনৈতিক দলের প্রতিনিধি কোর্টে নেই।” তবে শীঘ্রই একাধিক নির্দেশ জারি করতে পারে কলকাতা হাইকোর্ট এমনই খবর মিলেছে।