Aajbikel

'শিক্ষিত, সৎ ভূমিপুত্রকে সাংসদ চাই' বসিরহাটে পোস্টার দিল তৃণমূলেরই কর্মীরা!

 | 
নুসরত

 কলকাতা: বছর ঘুরলেই লোকসভা ভোট৷ এবারের লোকসভা নির্বাচনে বসিরহাটের ভূমিপুত্রকে প্রার্থী করা হোক৷ দাবি তুলে পোস্টার পড়ল হাড়োয়া ও বাদুড়িয়ায়৷ সেই পোস্টার পড়ল তৃণমূল কংগ্রেসেরই কর্মীবৃন্দের নামে। তৃণমূল কর্মীদের একাংশের অভিযোগ, গত পাঁচ বছরে সাংসদ নুসরত জাহানকে সে ভাবে পাশেই পায়নি এলাকার মানুষ৷ তাঁকে নিয়ে তৃণমূলের অন্দরেরও সমালোচনা চলেছে৷ 

লোকসভা নির্ঘণ্ট ঘোষণা হতে এখনও বেশ কয়েক মাস বাকি। তার আগেই প্রার্থী নিয়ে দলীয় নেতৃত্বের উদ্দেশ নিজেদের বার্তা পৌঁছে দিলেন বসিরহাটের তৃণমূল কর্মীবৃন্দদের একাংশ! তাঁদের দাবি, বসিরহাটের ভূমিপুত্রকে প্রার্থী করতে হবে৷ হাড়োয়া ও বাদুড়িয়া জুড়ে পোস্টারে ছয়লাপ। সেখানে স্পষ্ট লেখা, ‘‘২০২৪-এ বসিরহাট লোকসভা কেন্দ্রে কোনও বহিরাগত, অভিনেতা বা অভিনেত্রী চাই না। শিক্ষিত, সৎ ও স্বচ্ছ ভাবমূর্তিযুক্ত ভূমিপুত্রকে সাংসদ হিসেবে দেখতে চাই।’’ পোস্টারের নীচে লেখা তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ।  এই পোস্টারকে কেন্দ্র করে হইচই শুরু হয়েছে বসিরহাটে৷ এ প্রসঙ্গে, হাড়োয়া পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও তৃণমূল নেতা বাহার আলি মোল্লা বলেন, ‘‘গতবার যিনি প্রার্থী ছিলেন। তাঁর জায়গায় একটা ভাল প্রার্থী চেয়েছে। আমরা চাইব ভাল ব্যক্তি আসুক।’’

Around The Web

Trending News

You May like