বুধে সোনিয়া গান্ধীর সঙ্গে মুখোমুখি বৈঠক, কংগ্রেসের দলনেতার পদ থেকে সরছেন অধীর?

বুধে সোনিয়া গান্ধীর সঙ্গে মুখোমুখি বৈঠক, কংগ্রেসের দলনেতার পদ থেকে সরছেন অধীর?

নয়াদিল্লি: নজরে ’২৪৷ তার আগে সংসদে কংগ্রেসের দলনেতা পরিবর্তনের সম্ভাবনা প্রবল৷ কংগ্রেস সূত্রে খবর, অধীর রঞ্জন চৌধুরীকে শুধুমাত্র বাংলার দায়িত্বেই রাখতে চাইছে হাইকমান্ড৷ পাশাপাশি বিধানসভা নির্বাচনে ভরাডুবির কারণ খতিয়ে দেখা হবে আগামীকালের সংসদীয় নীতি নির্ধারক কমিটির বৈঠকে৷ কারণ একুশের নির্বাচনে একেবারে মখ থুবড়ে পড়েছে মহাজোট৷ সেই সমস্ত কিছু নিয়েই আলোচনা হবে৷ ১৪ জুলাই সোনিয়া গান্ধীর মুখোমুখি হতে চলেছেন অধীর রঞ্জন চৌধুরী৷ তবে এই বৈঠক হবে ভার্চুয়ালি৷   

আরও পড়ুন- দুষ্কৃতীদের হাতে খুন তৃণমূল নেতা, প্রতিবাদে বিক্ষোভ-অবরোধ মঙ্গলকোটে

আগামীকাল বাংলা থেকে ভার্চুয়ারি বৈঠক করবেন অধীরবাবু৷ লোকসভার বিরোধী দলনেতা নিয়ে এদিনের বৈঠকে আলোচনা হবে৷ অধীর চৌধুরী কংগ্রেসের দলনেতা থাকেন কিনা, তা নিয়ে জল্পনা তুঙ্গে৷ তবে তাঁকে বাদ দিয়ে নয়, অধীরকে নিয়েই হবে কংগ্রেসের সংসদীয় নীতি নির্ধারক কমিটির এই বৈঠক৷ পাশাপাশি ১৯ জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন৷ ওই অধিবেশনে কংগ্রেসের রণকৌশলও এদিনের বৈঠকে ঠিক করা হবে৷

দলীয় সূত্রে খবর, আপাতত ২৪-এর নির্বাচনকে মাথায় রেখেই এগোতে চাইছে দলের হাইকমান্ড৷ বলা হচ্ছে, অধীর চৌধুরী বাংলায় খুঁটিনাটি সবচেয়ে ভালো জানেন এবং এই মুহূর্তে বাংলায় কংগ্রেসের যে অবস্থা সেখান থেকে হাল ফেরাতে তাঁর বিকল্প কেউ হতে পারে না৷ ২৪-এর লোকসভা ভোটে বাংলা থেকে আসন বার করতে হলে অধীর রঞ্জন চৌধুরীকে বাংলাতেই অধিক সময় দিতে হবে৷ একসঙ্গে লোকসভায় বিরোধী দলনেতার কাজ সামলানো সহজ কথা নয়৷ সেই জায়গায় মনীষ তিওয়ারি, শশী থারুরের নাম উঠে এসেছে৷  অধীরের জায়গায় তাঁদের দায়িত্ব দেওয়া হতে পারে বলে জল্পনা৷ আর অধীর রঞ্জন চৌধুরী কাজ করবেন শুধু বাংলার জন্যে৷ 

জানা গিয়েছে আগামীকাল অধীর চৌধুরীর সঙ্গে প্রথমে একাকী বৈঠক করবেন সোনিয়া গান্ধী৷ পরে বাকি সদস্যদের সঙ্গে বৈঠক হবে৷ বাংলায় ভোটের বিপর্যয়ের পর বাম ও আইএসএফ-এর সঙ্গে আগামী দিনে জোট থাকবে কিনা,  তা নিয়েও আলোচনা করা হবে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + ten =