‘দিদি বললেন, বাড়িটা করে দেবে’, জানালেন বল্লভপুরের সোনামনি সোরেন

‘দিদি বললেন, বাড়িটা করে দেবে’, জানালেন বল্লভপুরের সোনামনি সোরেন

 

নিজস্ব সংবাদদাতা, বোলপুর: বুধবার হঠাৎ বোলপুর সংলগ্ন বল্লভপুর গ্রামের আদিবাসী পাড়ায় যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই গ্রামে গিয়ে আদিবাসী মানুষদের সুখ দুঃখের কথা শোনেন তিনি৷ তবে আচমকা মুখ্যমন্ত্রী এভাবে তাদের গ্রামে চলে আসবে তা ভাবতে পারেননি গ্রামবাসীরা৷ তাই কিছু সমস্যার কথা বলা হলেও বাকী থেকে গেছে অনেক কথা বলা৷ মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পর তেমনই বেশ কিছু সমস্যার কথা সংবাদমাধ্যমের সামনে তুলে ধরলেন তারা৷ 

সঞ্জয় দাস নামে এক গ্রামবাসী জানান, সরকারী অধ্যুষিত এলাকায় বসবাস করলেও জমির পাট্টা না থাকায় গ্রামের গরিব মানুষেরা ঘর পাচ্ছে না৷ তার ব্যবস্থা যাতে মুখ্যমন্ত্রী করে দেন সেই আবেদনই জানালেন তিনি৷ একইসঙ্গে তার আবেদন, গ্রামে প্রচুর মানুষ রয়েছে যারা কুটিরশিল্পের সঙ্গে যুক্ত৷ তাদের শিল্পী কার্ড করে দিলে তারা অনেক উপকৃত হবেন৷  এদিন মুখ্যমন্ত্রীকে হাতের কাছে পেয়ে একটি বাড়ির আবেদন করেন সোনামনি সোরেন৷ তিনি জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে আশ্বাস দিয়েছেন বাড়িটি করে দেবে বলে৷ একইসঙ্গে গ্রামের ছাত্রী টুম্পা জানান, তাদের গ্রামে যে শৌচালয় নেই, সেই বিষয়টি মু্খ্যমন্ত্রীকে জানিয়েছেন তারা৷ 

বুধবার বেলা ১২ টা নাগাদ সোনাঝুড়ির হাট পেরিয়ে বল্লভপুর গ্রামে ঢোকে মুখ্যমন্ত্রীর গাড়ি৷ সেখানে বাস করে বেশ কিছু আদিবাসী পরিবার৷ মুখ্যমন্ত্রীকে দেখে যে যেথানে ছিলেন, যা কাজ করছিলেন সেই সব ছেড়ে ছুটে আসেন তারা৷ গ্রামের আদিবাসী মহিলারা কথা বলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে৷ তারা জানান, তাদের বাড়িতে শৌচালয় না থাকায় চরম সমস্যায় পড়েন তারা৷ তাদের কথা মন দিয়ে শোনেন মু্খ্যমন্ত্রী৷ জানান, আস্তে আস্তে সব হয়ে যাবে৷ গ্রামের কিছু মানুষ মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ করে বলেন, পানীয় জলের সমস্যা রয়েছে গ্রামে৷ একটাই পুকুরে সারতে হয় সব কাজ৷ যা শুনে জেলাশাসককে দ্রুত সমস্যা সমাধানের নির্দেশ দেন মমতা৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − 7 =