Aajbikel

‘শুধু দিদি-ভাইপো খাবে, আমরা খাব না, তা হবে না’, ডিএ মঞ্চে বিস্ফোরক সোনালি

 | 
সোনালি

 কলকাতা:  একুশের নির্বাচনে টিকিট না পেয়ে তৃণমূল ছেড়েছিলেন অভিমানী সোনালি গুহ। যোগ দিয়েছিলেন বিজেপি’তে৷ কিন্তু, সেখানে গিয়েও শিঁকে ছেড়েনি৷ এর পর থেকেই সক্রিয় রাজনীতি থেকে দূরে সরে যান একদা মমতার ছায়াসঙ্গী৷ বলচে গেলে বিধানসভা ভোটের পর থেকে  বঙ্গ রাজনীতির দৃশ্যপটেই ছিলেন না তিনি। সেই সোনালি গুহঅ এবার বঙ্গ রাজনীতিতে ফিরলেন৷ তাঁর এন্ট্রি হল ধামাকাদার৷ এসেই বোমা ফাটলেন তিনি। সরাসরি মমতার বিরুদ্ধে ‘একা খাওয়ার’ অভিযোগ তুললেন সোনালি। শনিবার ডিএ বিক্ষোভকারীদের মঞ্চে দাঁড়িয়ে ছড়া কেটে বললেন, “দিদি আর ভাইপো একা খাবে, আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না৷’’

মমতার রাজনৈতিক লড়াই খুব কাছ থেকে দেখেছিলেন তিনি। ছিলেন তাঁর ছায়াসঙ্গিনী৷ শনিবার ডিএ আন্দোলনের মঞ্চ থেকে মমতারই পুরনো একটি মন্তব্যকে হাতিয়ার করে আক্রমণ শানেলন সোনালি। তিনি বলেন, “মমতা দিদি একসময় নিজেই বলতেন, কেউ খাবে, কেউ খাবে না, তা হবে না, তা হবে না। আমরাও বলছি, দিদি তুমি আর ভাইপো একা খাবে। আমরা খাব না। তা হবে না।” তাঁর তোপ, রাজ্যের সব টাকা তো খেলা-মেলায় চলে যাচ্ছে। তাহলে ডিএ দেওয়া হবে কোত্থেকে৷ 


ডিএ আন্দোলনের মঞ্চ থেকে বঙ্গ রাজনীতিতে সোনালির ফের সক্রিয় হয়ে ওঠা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ২০২১ সালের বিধানসভায় টিকিট না পেয়ে  কাঁদতে কাঁদতে দল ছেড়েছিলেন সাতগাছিয়ার প্রাক্তন বিধায়ক সোনালি। এর পর টিকিটের আশায় যোগ দেন বিজেপি’তে। কিন্তু সেখানে গিয়ে বিশেষ লাভ করতে পারেননি। অবশেষে তৃণমূলে ফিরতে চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠান তিনি। কিন্তু তৃণমূল তাঁকে দলে ফেরায়নি৷ প্রায় বছর আড়ালেই ছিলেন তিনি। সক্রিয় রাজনীতি থেকে দূরত্ব রেখেই চলছিলেন।


কিন্তু আর নয়৷ ফের সক্রিয় রাজনীতিতে ফিরতে চান সোনালি। ঘনিষ্ঠ মহলে সে কথা নিজেই জানিয়েছেন৷ তাঁর কথায়, দু’বছর তৃণমূলের জন্য অপেক্ষা করেছি। আর নয়। ঠিক করেছেন এবার বিজেপিই করবেন। কানাঘুষো, ইতিমধ্যে নাকি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গেও দেখা করেছেন৷ 

Around The Web

Trending News

You May like