সামান্য কটা টাকার জন্য মায়ের সামনেই ছেলেকে গুলি করে খুন

সামান্য কটা টাকার জন্য মায়ের সামনেই ছেলেকে গুলি করে খুন

ভাটপাড়া: তর্ক থেকে বচসা৷ ধাক্কা ধাক্কি৷ তারপরই গুলির আওয়াজ৷ মায়ের সামনেই লুটিয়ে পড়ল ছেলে! আততায়ীর গুলিতে প্রাণ হারালেন বছর পঁয়ত্রিশের এক যুবক৷ ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে ভাটপাড়া থানার ৩৫ নম্বর ওয়ার্ডের বড় শ্রীরামপুরে।  শনিবার গভীর রাতে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন  সিকান্দার দাস নামে  এক যুবক।

মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, মনোজ সাউ ওরফে মন্নু নামে এক ব্যক্তির কাছ থেকে ২০ হাজার টাকা ধার নিয়েছিলেন সিকন্দার। সেই টাকা সিকান্দার শোধ দিতে পারছিলেন না। অভিযোগ  এদিন রাতে মন্নু ও সুনীল স্কুটি চেপে আসে সিকান্দারের বাড়িতে। তাকে বাড়ির বাইরে ডাকে। সিকান্দার বাইরে দাঁড়িয়ে অভিযুক্ত মন্নুর সঙ্গে কথা বলছিল৷

হঠাৎ করেই ধারের টাকা নিয়ে দুপক্ষের মধ্যে কথাবার্তা শুরু হলে দুজনের মধ্যে বচসা বেঁধে যায়৷ সেই সময় সিকান্দারের মায়ের সামনেই মন্নু সিকান্দারকে গুলি করে বলে অভিযোগ৷ গুলির আওয়াজে তৎক্ষণাৎ সিকান্দারের বাড়ির অন্যান্য সদস্য ও প্রতিবেশীরা ছুটে আসে এবং সংকটজনক অবস্থায় গুলিবিদ্ধ সিকান্দারকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

অভিযোগ, গুলি ছোঁড়ার পরই স্কুটিতে করে পালিয়ে যায় দুই অভিযুক্ত৷ গুলি চালানোর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভাটপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী৷ পুলিশি নিস্ক্রিয়তার জেরে দুষ্কৃতী দোরাত্ম্য বাড়ছে বলে স্থানীয়রা অভিযোগ করতে শুরু করেন৷ পরে পুলিশি আশ্বাসে বাসিন্দারা শান্ত হন৷ কীভাবে, কি কারণে এই খুন ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে ঘটনা ঘটার পর থেকেই কথা বলার অবস্থায় নেই সিকান্দারের মা৷ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া৷ একই সঙ্গে আতঙ্কও৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 4 =