Aajbikel

‘খুন হয়ে যেতে পারি’! শঙ্কা প্রকাশ করেতই বাড়ল শ্যামের নিরাপত্তা, খারিজ অর্জুনের দাবি

 | 
সোমনাথ অর্জুন

কলকাতা: গতকাল রাতেই টিটাগড়ের দলীয় সভায় খুন হওয়ার আশঙ্কা প্রকাশ করেছিলেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। তারপর ২৪ ঘণ্টাও কাটেনি। বিধায়কের নিরাপত্তা বাড়াল প্রশাসন৷ যদিও ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং-এর দাবি ছিল, সোমনাথ শ্যামের নিরাপত্তা তুলে দেওয়া হোক কারণ, তিনি পুলিশি নিরাপত্তা নিয়ে ঘুরে বেড়ানো ছাড়া আর কোনও কাজই করেন না। মানুষের সঙ্গে কোনও সংযোগ নেই তাঁর। কিন্তু দলীয় সভায় সোমনাথ প্রাণহানীর আশঙ্কা করেতেই তাঁর নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হল৷ একই সঙ্গে নিরাপত্তা বাড়ানো হল রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিকের।

Around The Web

Trending News

You May like