নতুন প্রেম হয়েছে তৃণমূল-সিপিএমের! কটাক্ষ শমীক ভট্টাচার্যের

রাতে ডেকে বলছে এই এসো না, রাগ করেছো, রাগ করোনা।

 

কলকাতা: নতুন প্রেম শুরু হয়েছে তৃণমূল সিপিএমের! রাতে ডেকে বলছে এই এসো না, রাগ করেছো, রাগ করোনা। আমরা আবার পার্টি অফিসে তালা খুলে দেবো আবার নতুন করে দেওয়ার লিখব। ঠিক এই ভাষাতেই আক্রমণ করলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। তিনি বলেন, নতুন করে একটা বনধ করতে দিল ওটা কৃষকের বনধ নয়, ওটা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বনধ হল, তৃণমূলের স্পন্সরে ওই বনধ হয়েছিল আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেস ও সিপিএমকে প্রাসঙ্গিক করে তোলার জন্য, এমনটাই দাবি তাঁর। 

তিনি আরও বলেন, পুলিশের উপস্থিতিতে বাসের চাকায় হাওয়া খোলা হয়েছে। তার পরেও সেই বনধকে সফল করতে পারেনি সিপিএম। কংগ্রেস হাত মিলিয়েছিল আগেই এখন হাত মিলিয়েছে তৃণমূলও। সিপিএম পুকুর থেকে মাছ চুরি করেছিল তৃণমূল কংগ্রেস পঞ্চায়েতে ক্ষমতায় এসে পুকুর চুরি করেছে। আগামী দিনে তৃণমূল কংগ্রেস ফিরে এলে মাছ, পুকুর বাড়ি সব চলে যাবে। এগিয়ে আসুন, সঙ্ঘবদ্ধ হন, এমনই বার্তা তাঁর। এছাড়া তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গের জামাইকে আদর করার জন্য কেউ বানাচ্ছে সন্দেশ, তৃণমূল ছুড়ছে পাথর। এরা ঠিক করে দেবে কে রাজ্যে ঢুকবে আর কে ঢুকবে না। কোনদিন কৈলাস থেকে মা দুর্গা যখন আসবে তখন এরা বলবে বহিরাগত।  কোন বারে লক্ষ্মী আসবে, কোন বারে সরস্বতী আসবে তা এরা ঠিক করে দেবে।  লক্ষ্মী টা একটু বেশি আসবে সরস্বতী আমাদের প্রয়োজন নেই।  কারণ দশ বছরে দুটোর বেশি টেট পরীক্ষা নিতে পারেনি, একটা রেজাল্ট বের করতে পারিনি।

শমীকের কথায়, প্রত্যেকটা মন্ত্রী দুর্নীতিতে নিমজ্জিত হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস এখন বলে দিচ্ছে দুর্গাপূজার মিছিল কোন রাস্তা দিয়ে যাবে আর দূর্গা পূজার বিসর্জন কবে হবে। নতুন পঞ্জিকা তৃণমূল ভবনে তৈরি হয়। হয়তো আগামীতে বলে দেবে বেশি কিছু করার দরকার নেই লক্ষ্মী আর গনেশ কে পাঠিয়ে দাও কার্তিক সরস্বতী কে রেখে এসো। পারমিট কার্ড নিয়ে মা দুর্গাকে প্রবেশ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × five =