বিধিনিষেধ আরও কিছুটা শিথিল, নয়া ঘোষণা রাজ্যের

বিধিনিষেধ আরও কিছুটা শিথিল, নয়া ঘোষণা রাজ্যের

কলকাতা: রাজ্যের কোভিড পরিস্থিতির জন্য ইতিমধ্যেই বিধিনিষেধের মেয়াদ আরও বাড়িয়েছে নবান্ন। কিন্তু গত কয়েক দিনে দৈনিক সংক্রমণ কিছুটা হলেও নীচে এসেছে। এই প্রেক্ষিতে আরও কিছু নিয়ম শিথিল করা হয়েছে সরকারের তরফে। আউটডোর শ্যুটিং থেকে শুরু করে জিম, সব ক্ষেত্রে বিধি শিথিল করেছে রাজ্য। আজ সরকারি নির্দেশিকায় এমনটাই জানান হয়েছে।

বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, ১৮ জানুয়ারি থেকে আবার জিম খোলা যাবে কিন্তু ৫০ শতাংশ লোক নিয়ে এবং রাত ৯টা পর্যন্ত খোলা রাখা যাবে। টিকাকরণ সম্পূর্ণ হলে তবেই শরীরচর্চা করতে জিমে যাওয়া যাবে। কর্মীদের ক্ষেত্রেও একই নিয়ম। তবে কেউ টিকা না নিলে আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট সঙ্গে রাখতে হবে। এদিকে, আউটডোর বা খোলা জায়গায় যাত্রা হলে মোট আসনের ৫০ শতাংশ দর্শক থাকতে পারবে, ঘেরা প্রেক্ষাগৃহে যাত্রা হলে সেখানে সর্বাধিক ২০০ জন বা আসন সংখ্যার ৫০ শতাংশ। আউটডোর শ্যুটিং করা যাবে কোভিড বিধি মেনেই। এর আগের নির্দেশিকায় বলা হয়েছিল, বিয়েবাড়ির অনুষ্ঠানে একই সময় সর্বোচ্চ ২০০ জন কিংবা অনুষ্ঠান হলের মোট আসন সংখ্যার অর্ধেক,  এই দুটোর মধ্যে যেটা কম, সেই সংখ্যক মানুষ একই সময়ে উপস্থিত থাকতে পারবেন। এছাড়াও বলা হয়েছে, কঠোর কোভিড বিধি মেনে খোলা আকাশের নীচে মেলার আয়োজন করা যাবে৷ জেলা প্রশাসন, পুলিশ কমিশনারেট এবং স্থানীয় প্রশাসন গোটা বিষয়ের উপর নজর রাখবে৷

উল্লেখ্য রাজ্যে আজ আক্রান্ত হয়েছে ৯ হাজার ৩৮৫ জন এবং এই একই সময় মৃত্যু হয়েছে ৩৩ জনের। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত ১ হাজার ৮৭৯ জন। সংক্রমণের নিরিখে তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্ত ১ হাজার ৮৬৩ জন। ফলে গোটা রাজ্য জুড়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লক্ষ ০৭ হাজার ০৮৪ জন। মোট মৃত্যু হয়েছে ২০ হাজার ১২১ জনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + three =