Aajbikel

দুর্নীতিতে বালুর সঙ্গী আরও বেশকিছু ‘বাকিবুর’, তদন্তে ইডি

 | 
জ্যোতিপ্রিয়

কলকাতা: রেশন বণ্টন দুর্নীতি মামলায় বাকিবুর রহমান গ্রেফতার হতেই উঠে আসে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম৷ বাকিবুরের সঙ্গে বালুর সম্পর্কের গভীরতা কতখানি, তা এখন কাটাছেড়া করে দেখছেন ইডি-র আধিকারিকেরা৷ তবে শুধু একা বাকিবুর নয়৷ এমন নাকি আরও অনেক বাকিবুর আছেন৷  যাঁরা সকলেই ছিলেন বালুর সঙ্গী৷ রেশন বণ্টন দুর্নীতি মামলার তদন্তে নেমে প্রাথমিক ভাবে তেমনটাই জানতে পেরেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। যদিও তদন্তকারীদের অনুমান, ধারে-ভারে বাকি ‘বাকিবুর’রা ধৃত বাকিবুরের সমান ছিলেন না। তবে বাকিবুরের সঙ্গে তাঁদের পেশাগত সাযুজ্য। তাঁরাও কেউ মিল মালিক, কেউ আবার অন্যান্য ব্যবসার সঙ্গে যুক্ত। তবে বাকিরাও দুর্নীতির সঙ্গে প্রত্যক্ষ ভাবে যুক্ত ছিলেন বলে প্রায় নিশ্চিত ইডি-র আধিকারিকরা। এই বিষয়ে জ্যোতিপ্রিয়কেও জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় গোয়েন্দারা। ওই মিল মালিকদের ভূমিকাও খতিয়ে দেখতে চাইছেন ইডির কর্তারা৷ 

Around The Web

Trending News

You May like