কলকাতা: হলদিয়ার সভা থেকে বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তীব্র আক্রমণ শানালেন বিচারপতিদের একাংশের বিরুদ্ধে৷ এমনকী তাঁদের ‘তল্পিবাহক’ বলেও কটাক্ষ করতে ছাড়লেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর মন্তব্যকে একেবারেই ভাল চোখে দেখছেন না বিরোধীরা। প্রতিবাদে সোচ্চার রাজনৈতিক মহল।
আরও পড়ুন- এনআরএসের সামনে অ্যাম্বুল্যান্সের চাকার হাওয়া খুলল সিভিক! দেড় ঘণ্টা রোদে দাঁড়িয়ে রোগী
হলদিয়ায় শ্রমিক সমাবেশের মঞ্চ থেকে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “আমার বলতে লজ্জা লাগে বিচারব্যবস্থায় ১-২ জন এমন আছেন, যাঁরা সম্পূর্ণ যোগসাজশ করে তল্পিবাহক হিসাবে কাজ করছেন। এটা ১ শতাংশ হবে। কিছু হলেই সিবিআই দিচ্ছে। খুনের মামলায় স্থগিতাদেশ দিচ্ছে। শুনেছেন কোনওদিন? আদালত নিরাপত্তা দিতে পারে। অধিকার আছে। তা বলে স্থগিতাদেশ? আপনার যদি মনে হয় সত্যি কথা বলার জন্য ব্যবস্থা নেবেন তো নিতে পারেন। আমার তাতে কিছু যায় আসে না। ক্যামেরার সামনে সত্যি কথা ২ হাজার বার বলব। ১০ হাজার বার বলব। সত্যি বলতে আমার বিবেকে বাধে না।”
এ প্রসঙ্গে বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, “সিঁদুরে মেঘ দেখে ভয় পাচ্ছেন অভিষেক। তাই এসব বলছেন।”
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″ height=”315″ frameborder=”0″>