কলকাতা: দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে জয়। চাকরি পেলেন ক্যান্সার আক্রান্ত সোমা দাস। জানা যাচ্ছে সম্প্রতি হাইকোর্টের নির্দেশে ক্যান্সার আক্রান্ত এই চাকরিপ্রার্থী সোমা দাস SSC-তে নিয়োগের সুপারিশ পেয়েছেন। গত সপ্তাহেই কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে আগামী ৭ দিনের মধ্যে চাকরিপ্রার্থী সোমা দাসের চাকরির ব্যবস্থা করতে হবে। আদালতের সেই নির্দেশ মেনেই সোমাকে সুপারিশ দেওয়া হল মঙ্গলবার।
চলতি মাসের প্রথম থেকেই রাজ্যে শিক্ষক নিয়োগ তথা SSC-তে স্বচ্ছ নিয়োগের দাবিতে কার্যত উত্তাল রাজ্য। একদিকে যেমন SSC-তে স্বচ্ছ নিয়োগের দাবিতে রাজ্যজুড়ে চলছে বিক্ষোভ আন্দোলন, ঠিক তখনই অন্যদিকে কলকাতা হাইকোর্ট SSC নিয়োগ দুর্নীতি মামলায় দিচ্ছেন একের পর এক ঐতিহাসিক রায়। সম্প্রতি সেই চাকরিপ্রার্থীদের সেই আন্দোলনেই সামিল হন বীরভূমের নলহাটির বাসিন্দা সোমা। SSC-তে নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলে চাকরির দাবিতে তিনিও গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ সমাবেশে অংশ নেন। ক্যানসারের মতো দুরারোগ্য রোগে আক্রান্ত হয়েও তিনি তাঁর অধিকারের লড়াই থেকে যে পিছুপা হয়নি সেই খবর কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিযোগ গঙ্গোপাধ্যায়ের কাছে পৌঁছাতে খুব বেশি সময় লাগেনি। প্রসঙ্গত, তাঁর এজলাসেই চলছে এই শিক্ষক নিয়োগ মামলা এবং প্রত্যেক দিনই একের পর এক গুরুত্বপূর্ণ রায়দান করে খবরের শিরোনামে আসছেন বিচারপতি। সোমার খবর পেয়ে তিনি এই চাকরিপ্রার্থীকে আদালতে তাঁর সঙ্গে দেখা করতে বলেন। বিচারপতি গঙ্গোপাধ্যায় সোমা অন্য কোনও সরকারি চাকরি করতে ইচ্ছুক কিনা সেই প্রশ্নও করেছিলেন। যার উত্তরে সোমা সাফ জানান, ‘আমি যোগ্য প্রার্থী এবং শিক্ষকতাই করব। অন্য কিছু নয়। আর তাই আমি এই আন্দোলন থেকে সরে যাব না।’ এরপরই সোমাকে সহকারী শিক্ষক পদে নিয়োগ প্রসঙ্গে শিক্ষা দপ্তরের সচিবকে বিবেচনা করার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রয়োজনে রাজ্যের সর্বোচ্চ প্রশাসকের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার কথাও তিনি জানান। বিচারপতির এই সমস্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপের কারণেই চাকরি পেলেন ক্যান্সার আক্রান্ত এই চাকরিপ্রার্থী।
উল্লেখ্য ক্যান্সার আক্রান্ত সোমা দাসের চিকিৎসার জন্য খুব শীঘ্রই ১৫ লাখ টাকার প্রয়োজন, যা তিনি চাকরি না পেলে পাওয়া সম্ভব নয়। আর তাই এই সমস্যার দ্রুত সমাধান এর জন্য সাত দিনের মধ্যে সোমা দাসের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত গ্রহণের অনুরোধ করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতির অনুরোধেই এক সপ্তাহের মধ্যে SSC-তে নিয়োগের সুপারিশ পেলেন সোমা।