বিজেপি’র ব্যানারে ভুল ‘গণতন্ত্র’ বানান, বিঁধলেন সোহম

বিজেপি’র ব্যানারে ভুল ‘গণতন্ত্র’ বানান, বিঁধলেন সোহম

কলকাতা: বছর ঘুরলেই বঙ্গে বিধানসভা ভোট৷ একুশের ভোটকে পাখির চোখ করে রাজনীতির রণাঙ্গনে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি৷ বাড়ছে আক্রমণের ঝাঁঝ৷ রাজ্যে আইন-শৃঙ্খলার অবনতি, কাটমানি, সিন্ডিকেট নিয়ে শাসক দলকে তীব্র আক্রমণ শানিয়েছে গেরুয়া দল৷ রাজ্যে গণতন্ত্র নেই বলে বারবার আঙুল তোলা হয়েছে৷ এবার সেই গণতন্ত্র বানান ভুল লিখে তৃণমূলের বিদ্রুপের স্বীকার পদ্ম শিবির৷ 

আরও পড়ুন- জঘন্য রাজনীতির শিকার মতুয়ারা, শান্তনুকে পাশে নিয়ে বললেন মুকুল

প্রসঙ্গত, ভোটের আগে তুঙ্গে যুযুধান দুই শিবিরের রাজনৈতিক তরজা৷ চলছে জোড় কদমে নির্বাচনী প্রচার৷ এরই মাঝে একটি প্রচার সভায় রাজ্যে ‘গণতন্ত্র হীনতার’ দাবি তুলে সরব হয়েছিল ভারতীয় জনতা পার্টি৷ কিন্তু গেরুয়া শিবিরের ওই ফ্ল্যাক্সে লেখা গণতন্ত্র বানানটি ভুল লেখা হয়েছিল৷ সেখান থেকেই বিতর্কের সূত্রপাত৷ বিষয়টি নজরে আসে অভিনেতা তথা যুব তৃণমূলের সাধারণ সম্পাদক সোহম চক্রবর্তীর৷ ভুল বানান চোখে পড়তেই বিজেপি’কে একহাত নেন তিনি৷ দন্ত্য-ন এবং মূর্ধ-ণ-এর পার্থক্য ভালো করে বুঝিয়ে দেন তিনি৷ বাংলা বানান ভুল করা নিয়ে তোপ দাগেন তিনি৷ 

সম্প্রতি তৃণমূলের সঙ্গে ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে বিজেপি’তে গিয়েছেন শুভেন্দু অধিকারী৷ তাঁর দলবদলের পর থেকেই বঙ্গ রাজনীতির অন্দরে বইতে শুরু করেছে উষ্ণ স্রোত৷ শুভেন্দু অধিকারী সম্প্রতি তাঁর টুইটারের প্রোফাইল কভারে একটি প্রচার সভার ছবি দিয়েছেন৷ সেখানে স্পষ্ট বাংলায় লেখা রয়েছে- ‘‘অপশাসন হাটাও, গনতন্ত্র বাঁচাও’। আর সেটার দিকেই নজর গিয়েছে সোহমের৷ যেখানে গণতন্ত্র বানানটি মূর্ধ-ণ এর বদলে দন্ত্য-ন লেখা রয়েছে৷ সেটা দেখেই বিজেপি’র বিরুদ্ধে তোপ দাগেন তিনি৷ 

আরও পড়ুন- আদিবাসি পাড়ায় গিয়ে খুন্তি নাড়লেন মুখ্যমন্ত্রী, শুনলেন মহিলাদের সমস্যার কথা!

টুইটারে শুভেন্দু অধিকারীর ওই প্রোফাইল ছবির স্ক্রিনশট পোস্ট করে সোহম বলেন, গণতন্ত্র তো মানেন না, অন্তত শব্দের বানানটা তো ঠিক করে লিখতে পারতেন’। এই পোস্টটি বঙ্গ বিজেপি’কে ট্যাগও করেন অভিনেতা৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *