লোকাল ট্রেন কিনতে চান? নেটপাড়ায় দেদার বিক্রি, ‘স্টক’ শেষ কৃষ্ণনগর লোকালের

কেউ কেউ চা বেচতে চাইছেন। কেউ আবার ‘অশ্লীল বিজ্ঞাপন’ রাখবেন না বলে নাক সিঁটকোচ্ছেন। চালকের সন্ধানও করছেন আবার অনেকে। তা বলে কারশেডের সিগন্যালও কিনবেন? অথচ এমনটাই দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। গ্রুপের নাম ‘লোকাল ট্রেন কিনতে চাই’। শুধু কি তা-ই? নেটদুনিয়ায় এমনও পোস্ট দেখা গেছে, যেখানে ফ্লিপকার্টের মতো ই-কমার্স সাইটে ট্রেন বিক্রির বিজ্ঞাপনে সাফ লেখা রয়েছে ‘আউট অফ স্টক’। সব মিলিয়ে লোকাল ট্রেন কেনার হিড়িক পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

 

দেবাশীষ দাস: কেউ কেউ চা বেচতে চাইছেন। কেউ আবার ‘অশ্লীল বিজ্ঞাপন’ রাখবেন না বলে নাক সিঁটকোচ্ছেন। চালকের সন্ধানও করছেন আবার অনেকে। তা বলে কারশেডের সিগন্যালও কিনবেন? অথচ এমনটাই দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। গ্রুপের নাম ‘লোকাল ট্রেন কিনতে চাই’। শুধু কি তা-ই? নেটদুনিয়ায় এমনও পোস্ট দেখা গেছে, যেখানে ফ্লিপকার্টের মতো ই-কমার্স সাইটে ট্রেন বিক্রির বিজ্ঞাপনে সাফ লেখা রয়েছে ‘আউট অফ স্টক’। সব মিলিয়ে লোকাল ট্রেন কেনার হিড়িক পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

কয়েকদিন আগেই ১০০টির বেশি রুটে বেসরকারি বিনিয়োগের আমন্ত্রণ জানিয়েছিল রেল। আর সেই ঘটনার জেরেই কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন নেটিজেনদের একাংশ। তার প্রভাব থেকে বাদ পড়েনি সোশ্যাল মিডিয়াও। রেলের বেসরকারিকরণের খবরকে কেন্দ্র করে অনলাইন দুনিয়ায় দেখা যায় বিভিন্ন ধরনের মিম। যেখানে জনপ্রিয় ই-কমার্স সাইটে রাজ্যের বিভিন্ন ট্রেন বিক্রির বিজ্ঞাপন দেওয়া ছবি দেখা যায়। কোথাও লেখা রয়েছে আউট অফ স্টক। কোথাও আবার ডেলিভারির আগের স্টেজে রয়েছে। এভাবেই ‘রেলের সিদ্ধান্তের’ বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন কেউ কেউ। শুধু তা-ই নয়। কেন্দ্রের ‘সিদ্ধান্ত’কে কটাক্ষ করে তৈরি হয় গ্রুপ– ‘লোকাল ট্রেন কিনতে চাই’। কিছুদিনের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিরাট জনপ্রিয়তা পায় গ্রুপটি। বর্তমানে ৫৬ হাজার সদস্য রয়েছে ওই গ্রুপে। সেখানে কেউ বলেন, ‘আপনারা স্টেশন বা লোকাল ট্রেন কিনুন। আমি সেখানে গান করব।’ কেউ আবার লিখেছেন, ‘আজ পর্যন্ত ট্রেনে উঠিনি। ভাবছি, একেবারে ট্রেন কিনেই উঠব।’ কারও আবার প্রশ্ন, ‘ট্রেনের সঙ্গে কি প্ল্যাটফর্ম ফ্রি?’ সব মিলিয়ে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় লোকাল ট্রেনের দেদার বিকি-কিনি।

ভাইরাল ছবি

 

তবে এই গ্রুপটির পেছনে রাজনৈতিক উদ্দেশ্যও খুঁজে বের করেছেন কেউ কেউ। পাল্টা জবাব দিতে ‘লোকাল ট্রেন বিক্রি নেই’ বলে গ্রুপ তৈরি করেছেন তাঁরা। যদিও ‘কিনতে চাই’ ইচ্ছে প্রকাশ করা ফেসবুক ব্যবহারকারীদের একাংশের দাবি, নিছক মজা করার উদ্দেশ্যেই তাঁদের এই ‘গ্রুপবাজি’। এদিকে চলতি সপ্তাহের বুধবার রেলমন্ত্রী একটি টুইটে জানিয়েছেন, ‘রেল পরিষেবা বেসরকারি হাতে তুলে দেওয়া হচ্ছে না। যেমন চলছে তেমনই চলবে সমস্ত পরিষেবা। ১০৯টি রুটে ১৫১টি অত্যাধুনিক ট্রেন চালানোর কথা ভাবা হয়েছে। শুধুমাত্র সেক্ষেত্রেই বেসরকারি বিনিয়োগের কথা ভাবা হয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × four =