সোশ্যাল মিডিয়ায় ট্রোল মিমি-নুসরত, কী প্রতিক্রিয়া দিনেল তৃণমূল প্রার্থী?

কলকতা: তৃণমূলের তরফে টলিউডের নায়িকাদের প্রার্থী হিসাবে ঘোষণার পরেই সোশাল মিডিয়ায় মিমের ঝড় ওঠেছে৷ সোশ্যাল মিডিয়ায় ট্রোলের প্রতিক্রিয়া দিতে গিয়ে মিমি-নুসরতের মন্তব্য, ‘‘সমালোচনার আগে নারীজাতির সম্মানের কথা ভাবুন৷ পাশে থাকুন৷ কাউকে হতাশ করব না৷’’ মিমি-নুসরতকে নিয়ে ট্রোলের প্রতিক্রিয়া জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়৷ শুক্রবার সংবাদ মাধ্যমে এই ঘটনায় তীব্র নিন্দা জানান বাবুল৷ বলেন, এই ধরনের

সোশ্যাল মিডিয়ায় ট্রোল মিমি-নুসরত, কী প্রতিক্রিয়া দিনেল তৃণমূল প্রার্থী?

কলকতা: তৃণমূলের তরফে টলিউডের নায়িকাদের প্রার্থী হিসাবে ঘোষণার পরেই সোশাল মিডিয়ায় মিমের ঝড় ওঠেছে৷ সোশ্যাল মিডিয়ায় ট্রোলের প্রতিক্রিয়া দিতে গিয়ে মিমি-নুসরতের মন্তব্য, ‘‘সমালোচনার আগে নারীজাতির সম্মানের কথা ভাবুন৷ পাশে থাকুন৷ কাউকে হতাশ করব না৷’’

মিমি-নুসরতকে নিয়ে ট্রোলের প্রতিক্রিয়া জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়৷ শুক্রবার সংবাদ মাধ্যমে এই ঘটনায় তীব্র নিন্দা জানান বাবুল৷ বলেন, এই ধরনের ঘটনা কখনই সমর্থন করা উচিত নয়৷ যাঁরা এই ধরনের কাজ করছেন, তাঁরা সতর্ক হয়ে যান৷’’ মিমি-নুসরত প্রসঙ্গে এদিন মুখ খোলেন পার্থ চট্টোপাধ্যায়৷ বলেন, ‘‘মমতার নির্দেশেই প্রার্থীতালিকা, কোনও পরিবর্তন নয়৷’’ সূর্যকান্ত মিশ্রর পাল্টা আক্রমণ, ‘‘পার্কস্ট্রীটকাণ্ডে যিনি অভিযুক্তকে আড়াল করেছিলেন, তাঁকেই প্রার্থী করেছে তৃণমূল৷’’

বৃহস্পতিবার এই প্রসঙ্গে নুসরত জাহান মধ্যমগ্রামে বলেন, “যাঁরা এ ধরনের ট্রোল করছেন, তাঁদের আসলে রুচির অভাব রয়েছে। মহিলাদের নত করার এটা একটা অন্য পদ্ধতি। আমরা যাঁরা শিল্পী, তাঁদের আগেও ট্রোল করা হয়েছে। এখন আমরা রাজনীতিতে এসেছি, এখনও ট্রোল করা হচ্ছে।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *