২১ জুলাইয়ের মঞ্চেই তৃণমূলে শোভন? এরপর কী মেয়র হবেন? জল্পনা তুঙ্গে

নিজস্ব প্রতিনিধি: শেষ মুহূর্তে সিদ্ধান্তে পরিবর্তন না হলে তৃণমূল কংগ্রেসে ফিরতে চলেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। সম্ভবত ২১ জুলাই তৃণমূলের শহিদ…

নিজস্ব প্রতিনিধি: শেষ মুহূর্তে সিদ্ধান্তে পরিবর্তন না হলে তৃণমূল কংগ্রেসে ফিরতে চলেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। সম্ভবত ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসের মঞ্চেই শোভনের ঘর ওয়াপসি হতে চলেছে বলে খবর। কিছুদিন আগেই শোভনের গোলপার্কের ফ্ল্যাটে তৃণমূলের দূত হয়ে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস এবং দলের অন্যতম নেতা কুণাল ঘোষ। সেখানেই তৃণমূলে শোভনের ফেরা নিয়ে সবিস্তার আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে জল্পনা উস্কে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর দাবি, শোভনকে এবার কলকাতার মেয়র করা হবে। তবে যে দাবি শুভেন্দু করছেন তা নিয়ে আগেও জল্পনা হয়েছে। সূত্রের খবর ফিরহাদ হাকিমকে গতবার মেয়র করা নিয়ে আপত্তি জানিয়েছিলেন তৃণমূলের অন্যতম এক শীর্ষ নেতা। কিন্তু সেই নেতার আপত্তি উড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তে মেয়রের আসনে বসেছিলেন ফিরহাদ। যদিও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিকবার বলেছেন, এক ব্যক্তির দুই পদে থাকা উচিত নয়। ফিরহাদ একদিকে রাজ্যের মন্ত্রী রয়েছেন, অন্যদিকে আবার মেয়র পদেও রয়েছেন। তাই ফিরহাদকে মেয়র পদ থেকে সরানো হতে পারে বলে যথেষ্ট চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।

কিন্তু যদি সত্যিই ফিরহাদকে মেয়র পদ থেকে সরানো হয় তাহলে সেই স্থানে কোন অঙ্কে বসানো হবে শোভনকে? সদ্য ধর্মীয় ইস্যুতে একটি মন্তব্য করে বিতর্ক বাড়িয়েছেন ফিরহাদ। এই আবহের মধ্যে শোভনকে নিয়ে জল্পনা শুরু হয়েছে। এর আগে শোভন কলকাতার মেয়র পদে ছিলেন। তাই কলকাতা চালানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর। এছাড়া দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসম্ভব স্নেহ করেন তাঁর প্রিয় শোভন অর্থাৎ কাননকে‌। তৃণমূল থেকে বিজেপিতে যাওয়ার পরেও মমতা-শোভনের সম্পর্ক নষ্ট হয়নি বলেই খবর। তবে বিজেপিতে বেশি দিন থাকতে পারেননি কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। সূত্রের খবর, বহুদিন ধরেই তৃণমূলে ফেরার চেষ্টা করছিলেন শোভন। তাই লোকসভা নির্বাচন পর্ব মিটে যাওয়ার পরেই সেই বিষয়টি গতি পেয়েছে বলে জানা যাচ্ছে। সবচেয়ে বড় কথা এই মুহূর্তে যাঁরা তৃণমূলের প্রথম সারির নেতা-নেত্রী রয়েছেন, তাঁদের প্রায় সবার সঙ্গে শোভনের মসৃণ সম্পর্ক বজায় রয়েছে। এছাড়া কলকাতা পুরসভার তৃণমূলের সিংহভাগ কাউন্সিলরের সঙ্গেও শোভনের যোগাযোগ রয়েছে বলে খবর। সবমিলিয়ে শোভন এবার মেয়র হচ্ছেন এই জল্পনা থেমে থাকছে না। যদিও বিষয়টি নিয়ে কারও তরফেই কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *